চাঁদপুর: দীর্ঘদিন যাবত ধরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল অসহায় ও সমাজের অবহেলিত ও বিচ্ছিন্ন মানুষের সাহায্যের জন্য মানবতার হাত বাড়িয়ে যেভাবে এগিয়ে কাজ করে যাচ্ছেন চাঁদপুর বাসীর জন্য তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
চাঁদপুর জেলার সর্বসাধারণ মনে করেন আবু নঈম পাটওয়ারী দুলালের এই সুন্দর মন-মানসিকতা ও কাজের মাধ্যমেই মানবতা যুগ, যুগ ধরে বেঁচে থাকবে।
গত কয়েকদিন যাবত একজন অসহায় পথচারী নারী ভারসাম্যহীন (উম্মাত) ৪৫ তার শরীরের দুইটি পা ইনফেকশন হওয়ার কারণে পোকা মাকর জমে যায়। ফলে তার পা দুটো থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েলে রাস্তার আশেপাশে অনেক লোক জন তা দেখে থুতু ফেলে। কিন্তু এমতাবস্থায় কেউ তাকে ধরতে রাজি হয়নি।
অবশেষে সেই অসহায় ভারসাম্যহীন (পাগল) নারীর চিকিৎসা এবং সেবা যতেœর দায়িত্ব নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এই অসহায় পথচারী নারীর অসহায়ত্বের সংবাদ পেয়ে মঙ্গলবার (২৫ মে) রাতে আবু নঈম পাটওয়ারী দুলাল আওয়ামী লীগের অফিস সহকারী বাদলকে মোবাইল ফোনের মাধ্যমে বলেন হাসপাতালের সামনে লেডি প্রতিমার স্কুলের পাশে একটি ভারসাম্যহীন পথচারী মহিলা পড়ে আছে। কেউ তার চিকিৎসার জন্য খোঁজ খবর নেয়নি। তুমি সেখানে গিয়ে তার খোঁজখবর নিয়ে আমাকে জানাবে।
বাদল ঘটনার স্থানে তাৎক্ষণিক ছুটে যান এবং তাকে অপরিচ্ছন্ন ও শরীরের পা দুটিতে পচন ধরে পোকা মাকড় বাসা বেঁধেছে অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি আবু নঈম পাটওয়ারী দুলালকে নিশ্চিত করেন।
বিষয়টি জানার সাথে সাথে তিনি বাদলকে বলেন, আমি এই অসুস্থ মহিলাটির সেবা যতেœর সম্পূর্ণ দায়িত্ব নিব। তাকে যে কোনো মূল্যে সুস্থ করে তুলতে হবে।
তারই পরিপ্রেক্ষিতে বুধবার (২৬ মে) সকালে নতুন কাপড়সহ ওষুধ সামগ্রী নিয়ে ড্রেসিংয়ের মাধ্যমে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার মাধ্যমে তার সেবা-যতেœর কাজ শুরু করেন। বর্তমানে ওই মহিলা বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর তত্ত্বাবধানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/