মিজানুর রহমান রানা
নবরূপ নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেছেন, একজন খুনের আসামীও জেল থেকে ছাড়া পেলে পরবর্তীতে আর খুনের চিন্তা মাথায় রাখে না কিন্তু একজন মাদক বিক্রেতা জেল থেকে ছাড়া পেয়েই আবার দ্বিগুণ উৎসাহে মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে। যদি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাদক ব্যবসায়ীদের প না নেয় এবং তদবির না করে তাহলে মাদক ব্যবসায়ীরা কখনোই তাদের কৃতকর্মের সাজা না পেয়ে ছাড়া পাবে না। আমার কষ্ট লাগে যখন একজন মাদক ব্যবসায়ীর পে তদবীর আসে এবং পুলিশ তাকে অযথা হয়রানি করেছে বলে উপস্থাপিত করে। মাদক সমাজের জন্য এক অভিশাপ। মাদকের ছোবল থেকে সমাজ ও সমাজের মানুষকে রা করতে সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজিত এ ধরনের নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু, কিশোর, যুবকদেরকে ভালো কাজে উৎসাহিত করবে। কারণ একজন নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠক কখনোই ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে মাদক সেবন করার চিন্তা করে না। আজকের এই প্রোগ্রামের শুভ কামনা করি এই জন্য যে, শিশুদের নিয়ে যারা বিনোদনমূলক অনুষ্ঠান করে তারা ধন্যবাদ পাবার যোগ্য। কারণ শিশুরা কার্টুন ছবি দেখার বাইরে সুস্থ বিনোদনমূলক কিছু দেখার সুযোগ পায় এসব অনুষ্ঠানের মাধ্যমে। আর শিশুরা এসব প্রোগ্রামে অংশগ্রহণ করে তাদের মেধা ও মননের বিকাশ লাভ করার সুযোগ পায়।
জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত নবরূপ নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পিএম বিল্লালের উপস্থাপনায় এবং ফেরদৌস মোর্শেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, সখিপুরের প্রাক্তন চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, সংগঠনের উপদেষ্টা মুখলেসুর রহমান মুকুল, শিশু থিয়েটারের উপদেষ্টা রাশেদ শাহরিয়ার পলাশ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম শামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবলীগ সদস্য শোয়েব হোসেন রিপন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘ইদানীং তিনি ভদ্রলোক’ নাটক মঞ্চায়িত হয়।
শিরোনাম:
শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।