স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা উপ-অঞ্চলের ৪৬তম ক্রীড়া প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বালিকা দলকে সংবর্ধনা, বির্তক প্রতিযোগিতা,অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন, সততা ষ্টোর উদ্বোধন এবং ডেবিট প্রিমিয়ারলীগের ফাইনাল ও পুরস্কার বিতরনি। গত ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সকাল ১১টায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: ইউনুছ ফারুকী বলেন, পরীক্ষায় পাশ করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষার্থীদের সকল গুনাবলী থাকলে হবে । পরিপূর্ন শিক্ষা লাভ করতে শিক্ষার্র্থীদের শিক্ষার সাথে বির্তক প্রতিযোগিতা,ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় পারদর্শী হতে হবে। তবেই পরিপূর্ন শিক্ষা লাভ করা সম্ভব। তিনি আরো বলেন, হামানকদ্দি পল্লি মঙ্গল উচ্চ বিদ্যালয়ের খেলাধুলাই পারদর্শীতা দেখে আমি মুগ্ধ। আমি আশা করবো এই বিদ্যালয় তার এই ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রেখে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিপূর্ন শিক্ষালাভে সহযোগীতা করবে।তিনি বলেন,ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সরকার কাজ করে যাচ্ছে । সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটালের আওতায় আনা হয়েছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক প্রকাশক ও সোহেল রুশদী, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক,বিশিষ্ট চিকিৎসক ও কবি ডা. পিযুষ কান্তি বড়–য়া, দৈনিক চাঁদপুর কন্ঠের নিবার্হী সম্পাদক মির্জা জাকির, হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তার হোসেন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে ও কম্পিউটার শিক্ষক মো: শওকত হোসেন দীপু’র পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক গোলাম মোহাম্মদ আব্দুল মান্নান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আবু নাছির পরে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যেমে বরণ করে নেয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।