কামরুল হাসান,
দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার পেন্নাই গ্রামে ট্্রান্সফর্মার বিকল হয়ে একটানা ৫ দিন বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে। গ্রাহকরা জানান, গত ১৪ জুন সকাল ১০টা থেকে আজ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে পেন্নাই এলাকায়। এতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এদিকে ফুটবল প্রেমীরা চলমান বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, এ ট্্রান্সফর্মার বিকল হয়ে ৭২ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বিছিন্ন রয়েছে। এতে করে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়া, পানির সমস্য, রাতে ঘুমানো, ফ্্িরজে রক্ষিত খাবার নষ্ট, ছোট ছোট শিশুদের রাত-দিনভর কাঁন্না সহ প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। গ্রাহকরা অভিযোগ করে বলেন, বার বার পল্লী বিদ্যুৎ অফিসকে জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সদর দপ্তরের ডিজিএম মোঃ শহিদুল হক এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ট্্রান্সফর্মার বিকল হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। গ্রাহকরা টাকা দিলে পুনরায় ট্্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।