- অচল দু’টি পয়সা সচল
এম.এইচ.মাহিন ।
চাঁদপুর জেলার মনোহরখাদী গ্রাম
কৃষক আব্দুর রব তার নাম
তাঁর সন্তান গ্রামের সম্মান
সে সন্তান ভালবেসে
ঘর বাধেঁ ফকির
বাড়ীর মেয়ের সনে
তাদের ঘরে আসে
ফুট-ফুটে দু’টি সন্তান
হঠাৎ বাবা চলে যায়
না ফেরার দেশে
এতিম দুটি শিশু নিয়ে
গ্রাম মাতে।
কেউ বিলাপ, কেউ সমালোচনা
কেউবা, আবার সত্যিকারের কাঁদন
এমনিতে কিছুই যায় না বলা
সবাই আপন
বাবা হারা এতিম দু’টি
আশ্রয় নিল মায়ের কাছে
কিছুদিন ছিল সুখে
এবার মাও পা বাড়াল
অন্য সংসারের দিকে।
ছোট তনয় দুধ খায়
এখন শুধু ছটফটায়
দেখেনা মায়ের স্তন
দাদার কাছে এতিম দুটি
পরম ধন।
দাদার ঘটল পৃথিবী বিয়োজন
দাদী তাদের সবচেয়ে আপন
শুরু হলো দাদীর আশ্রয়ে
কস্টের জীবন।
ছোট নাতি পায়খানা করে
নানী-খালা কেউ ধরে না
দ্রুত খবর দেয় দাদীর তরে
দাদীর কামনা আমি বেচেঁ থাকতেনি
মানুষ করতে পারি তোদেরকে
দুটি সন্তান বুঝতে পারল
মেঝো চাচার হাত ধরে মানুষ হল
বড়টা হস্তশিল্পের কাজে পাকা
ছোটটাও পড়ে আছে ঢাকা।
চির ধরল ছোটটির মনে
পাড়ি দিবে বিদেশে
কবুল হল, চলে গেল
২০০১ সালে।
কয়েকটি বছর ছিল না
যোগাযোগ রক্তের সাথে
বিদেশ জীবন কেটেছে
শুরুটা অনেক কস্টে।
নামের বদৌলতে সুযোগ হয়
মদিনা মনোয়ারাতে
এর মাঝে হারাল আদরের দাদীকে
মা তাদের বেচেঁ
এখন অন্যের ঘর করে।
মায়ের দ্বিতীয় স্বামী
প্রভাব খাটায়
নিজের সন্তান ভেবে
আপন বাবা চিরনিদ্রায়
হাজার মন মাটি বুকে
বড় দু:খ বাবার সমাদিও
কেড়ে নিয়েছে মেঘনার স্রোতে।
যারা একদিন ছিল অবহেলিত
পায়নি ঠিকমত আহার,আদর
পরিস্হিতির কারনে আজ
অচল দুটি পয়সা সচল।