মতলব উত্তর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মজুমদারকান্দি গ্রামের ধীরেন্দ্র মাস্টারের বাড়ির শ্রী গৌরঙ্গ মন্ডলের একটি ছোট্ট কলা গাছে ২১টি মোচা ধরেছে। কলাগাছের এ অলৌকিক দৃশ্য দেখার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে আগত লোকদের ভীড় জমে। এ বিষয়টি দেখে সবাই বিস্মীত হয়ে ওঠেন। কারণ এ ধরনের দৃশ্য যেখানে-সেখানে দেখা যায় না। এই দৃশ্য দেখে দর্শনার্থীরা বলেন, এটা দেখে আমরা আশ্চর্য্য হয়েছি।
গাছের মালিক শ্রী গৌরঙ্গ বলেন, কলাগাছ একটি মোড়ার মধ্যে ছিল। প্রথমে চারা হয়ে জন্ম নেয়, বড় না হতেই মোচা গজানো শুরু করে। একদিন হঠাৎ করে দৃশ্যটি আমার চোখে পড়ে। তারপর আমি চারাটিকে উঠিয়ে একটি পাত্রে সংরক্ষণ করে বাড়িতে এনে রাখি।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।