সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জ উপজেলার পৌর ট্রাক ঘাট সড়কটি একটি ডোবাখানায় পরিণত হয়েছে। এই সড়কটি গর্ত ও খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও এমন বড় গর্ত হয়েছে যে তাকে সড়ক না বলে ডোবাখানা বললেই হয়। সড়কটির এমনি অবস্থা তাকে সড়ক না বলে ডোবাখানা বললেই হয়। এই ডোবাতে গাড়ি একবার পরলে উঠাতে বড়ই কষ্ট হয়। গাড়ী চালানো দায় হয়ে পড়েছে মেরামত না করলে সহসায় গাড়ী ও মানুষ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। হাজীগঞ্জ পৌর ট্রাক ঘাট সড়কটির সংযোগ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোড, পৌর হকার্স মার্কেট, পৌর কাচাঁ মাল ও মাছ, মাংশের বাজার এখানে একটি স্থানীয় বেবি ও অটোষ্টেন্ডও রয়েছে পাশেই একটি মহিলা মাদ্রাসা রয়েছে। গর্তগুলো ক’দিন বৃষ্টিতে আরো বড় হয়ে গেছে। পথচারী ও চালকদের দাবী সড়ক সংস্কার না করায় দিন দিন গর্ত বড় হচ্ছে। হাজীগঞ্জ পৌর ট্রাক ঘাট সড়কের দু’পাশে ব্যবসায়ীদের অভিযোগ ক্রেতারা তো দূরের কথা নিজেরা দোকানে আসতেই কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের হাটা চলা চরম বিঘ্ন ঘটছে। রিঙ্া, অটোরিঙ্া, মোটরসাইকেল সহ ছোট যানবাহন আটকে পড়ছে প্রতিনিয়ত। পাকা সড়ক হলেও বর্তমানে সড়কটি পাকা না আদা পাকা না কাঁচা কিছুই বুঝা যাচ্ছে না। সামান্য বৃষ্টিতেই বুঝা যায় এটি একটি আবাদ জমি। একদিকে পায়ে হাটা দায় অন্যদিকে গাড়ীর চাকায় ছিঁটে আসা কর্দমাক্ত পানি ও কাদায় একাকার হচ্ছে সব। এ সমস্যা সড়কের দু’পাশের ব্যবসায়ীদের। সড়কের খনাখন্দের কারণে দু’টি গাড়ী পাস কাটিয়ে যাতায়াত করার সময়ও প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও সাধারণ জনগন। হাজীগঞ্জ বাজারে পৌর ট্রাক ঘাট সড়কটি মেরামতে কেউ নজর দিচ্ছে না ভোগান্ত্মির শিকার হচ্ছে হাজার হাজার পথচারী।
চাঁদপুর নিউজ সংবাদ