কবি আবদুল্লাহ আল মামুন এর লেখা প্রথম কাব্য গ্রন্থ “প্রেম, প্রকৃতি এবং…” ইতোমধ্যেই একুশের বই মেলায় ব্যাপক সাড়া ফেলেছে ।
এই কবির জন্ম চাঁদপুর জেলার হাজিগঞ্জের দোয়ালিয়া গ্রামে। তার পিতা আ. ন. ম. আবদুল মান্নানও একজন লেখক। তাই হয়তো বাবার হাত ধরেই তার লেখালেখির হাতেখড়ি। ১৯৯৪ সালে দৈনিক জনকন্ঠ পত্রিকার মাধ্যমে প্রথম ছাপার হরফের সাথে পরিচয়। দৈনিক জনকন্ঠ পত্রিকা কর্তৃক আয়োজিত ‘লেখা লেখা খেলা’ প্রতিযোগিতায় দুই দু্ইবার পুরস্কৃত। তারপর শিশু পত্রিকা, দৈনিক ইত্তেফাক পত্রিকাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত আনাগোনা। এরপর কারণে অকারণে হেলায় অবহেলায় অনেক বেলা পেরিয়ে আবার লেখালেখির শুরু। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই, ঢাকা থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইসএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ – এর পর শিক্ষা জীবন সম্পন্ন করে বর্তমানে বিসিআইসিতে কর্মরত।
তিনি ছড়া~কবিতা লেখেন তার নিজস্ব ঢঙে, আপন আনন্দে। ছড়া~কবিতায় ছন্দ ও অন্ত্যমিলের যে প্রাণ রয়েছে তা খুব সহজেই উঠে আসে তাঁর লেখা কবিতাগুলোতে। তাঁর লেখার গতি অনবদ্য, সরল। প্রকাশভঙ্গি একেবারে সহজাত তবে বিভিন্নমুখী। যেন তাঁর চারপাশে যা কিছু ঘটছে, বা তিনি যা কিছু দেখছেন সবকিছু্ই শব্দজাত হয়ে উঠছে অনায়াসে। বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে তেমন বাছবিচার নেই। সবকিছুই তাঁর লেখার বিষয়বস্তু হয়ে উঠছে ক্ষুরধার লেখনীশক্তির কারণে। কী আশ্চর্য সেই শক্তি যেখানে প্রকৃতি, প্রেম, ব্যঙ্গ, বিদ্রুপ, দ্রোহ, বিদ্রোহ সবকিছুই তার লেখার উপজীব্য হয়ে উঠছে বিরামহীনভাবে।
“প্রেম, প্রকৃতি এবং…” তার প্রথম কাব্য গ্রন্থ। পাঠক বইটি হাতে নিয়ে দু’একটি কবিতা পড়লে আশা করা যায়, তিনি বইটি আর হাতছাড়া করতে চাইবেন না। বইটি পাওয়া যাবে বই মেলার “ণ” (মূর্ধন্য) প্রকাশনীতে (স্টল নং- ৫৮১-৫৮৩)। বইটির বিনিময় মূল্য ধরা হয়েছে ১৫০/- টাকা।
ছড়াকার ও কথাসাহিত্যিক মঈনুল হাসান, যিনি বর্তমানে চাঁদপুর জেলার এডিসি হিসেবে কর্মরত, তিনিও কবির গুণমুগ্ধ। বইটি সম্পর্কে তার মূল্যায়নও পাওয়া যাবে বইটিতে।
“প্রেম, প্রকৃতি এবং…” শীর্ষক বইটি পাঠকের মন জয় করবে আর কবি তার কবিতার মাধ্যমে দিনে দিনে চাঁদপুরবাসীসহ দেশের সকলের মন জয় করবেন, এটাই আমাদের কাম্য।