প্রতিনিধি
মুল আসামীকে সরিয়ে রেখে প্রতারণা করে নিজে মুল আসামী সেজে আদালতে হাজির হওয়ায় এক ব্যক্তিকে গতকাল ১ মাস কারাবাস খাটায়। ওই ব্যক্তিকে গতকাল ১ বছরের সাজা দিয়েছে।
চাঁদপুর মডেল থানায় মারামারি মামলা নং ১২ (৮) ০২। ওই মামলার প্রধান আসামী কবির গাজী। কিন্তু প্রফেসরপাড়ার গাজী বাড়ির কাসিম গাজীর ছেলে প্রতারণা করে মোঃ দেলোয়ার হোসেন গাজী মামলা চলাকালে নিজেকে কবির গাজী পরিচয় দিয়ে আদালতে দাঁড়ায়। এ সময় বাদী আদালতের ভেতর প্রকাশ্যে বলে দেয় সে কবির গাজী নয়। তার নাম দেলোয়ার হোসেন দেলু গাজী। তাৎক্ষণিক আদালতের ভেতরে পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। কয়েক মাস হাজত খেটে দেলোয়ার হোসেন দেলু গাজী জামিনে বেরিয়ে আসে। তারপর সে একদিনও হাজিরার তারিখে আদালতে হাজিরা দিতে যায়নি। এ জন্য দেলোয়ার হোসেন দেলু গাজীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই মামলার ৪১৯/১১৪ দ্বন্দ্ববিধি ধারায় জিআর ২৩৮/০২ মামলা হওয়ায় চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ১৭ জানুয়ারি রাতে অভিমান চালিয়ে তার প্রফেসর পাড়ার বাসা থেকে আটক করে। গতকাল শনিবার আটক প্রতারণা মামলার আসামী দেলোয়ার হোসেন দেলু গাজীকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।