প্রতিনিধি
এক শিশুর মা দাবীতে দুই মহিলা এখন থানা পুলিশের হেফাজতে বন্দী। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায়। ৫ দিনের ওই শিশু সন্তান নিয়ে টানাটানি দেখে পৌর এলাকার ৫ নং পশ্চিম মকিমাবাদের স্থানীয় বাসিন্দারা পুলিশ খবর দেয়। আজ বিকেল ৪ টায় হাজীগঞ্জ থানার এসআই এরশাদ ও তার স্ঙ্গীয় ফোর্স শিশুসহ দুই মহিলাকে থানায় নিয়ে আসে।
দুই মহিলার একজন হাজীগঞ্জ উপজেলার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা মরণ আলীর মেয়ে বিলকিছ আক্তার (২৫)। অপরজন চট্রগ্রামের আনোয়ারা উপজেলার মৃত নিজাম উদ্দিনের মেয়ে আনু বেগম (২৬)।
শিশুর মা দাবীতে বিলকিছ আক্তার বলেন, ‘আমার স্বামী ৭ মাস আগে পালিয়ে যায়। স্বামীর বাড়ী কুমিল্লা বিজরা এলাকায়। নাম বিল্লাল হোসেন। ৫ দিন পূর্বে হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জ ভাড়া বাসায় বাচ্চা প্রসব করে। পরে সে সন্তান নিয়ে চট্রগ্রামে যায়। সেখানে চট্রগ্রামের বড় রেল স্টেশনে ওই মহিলার সাথে দেখা। তারপর থেকে সন্তান দাবী করে আমার পিছু ছাড়ছে না।’
এদিকে একই শিশুর দাবীতে আনু বেগম বলেন, ‘আমার দুই মাস আগে স্বামী মারা গেছে। এই বাচ্চা আমার। চট্রগ্রাম থেকে ওই মহিলা (বিলকিছ বেগম) বাচ্চা চুরি করে নিয়ে আসে।’
এদিকে স্থানীয় জনতা দুই মহিলাকে একধাত্রী (গাইনী) দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন বিলকিছ বেগম প্রসব বেদনায় অসুস্থ। তবে পুলিশ বিষয়টি সঠিকভাবে তদন্ত করে বাচ্চাটির মায়ের কোলে তুলে দিবে বলে জানায়।
এসআই এরশাদ বলেন,‘ সঠিকভাবে তথ্য উপাত্ত নিয়ে বাচ্চাটি কার তা সনাক্ত করা হবে।’
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহআলম বলেন,‘মহিলারা শিশু পাচারক কিনা তা খতিয়ে দেখা হবে।’
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।