প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ১ সন্তানের জননী কে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুএে জানাযায়, চাঁদপুর পৌর সভার ১৩নং ওয়াডের গাজী বাড়ির জলিল গাজীর মেয়ে বিথী (২০) এর সাথে তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের মৃত জাফর গাজীর ছেলে খোরশেদ গাজীর সাথে প্রায় তিন বছর পূবে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুন্দর ভাবে চলছিল। কিন্তু শুধু বাধা হয়ে দাড়িয়েছে শাশুড়ি ও দেবরের যন্তনা। এ যন্তনা নিয়ে প্রায়ই অশান্তি সৃষ্টি হয় দাম্পত্য জীবনে। এ নিয়ে প্রায় সমস্যা সৃষ্টি হলে পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা হতো।
এক পযায়ে এটি ছোট ঘটনা বড় ঘটনায় রুপনেয়।
পারিবারিক এ সমস্যা টি গুরুতর পযায়ে রুপনিয়ে অন্য দিনের ন্যায় আজ ২৮ এপ্রিল শুক্রবার গৃহবধু বিথীর স্বামী যখন কাজে বাড়ির বাহিরে যায়। তখন তার শাশ্বড়ী ও দেবরের সাথে ঝগড়া একপযায়ে তাকে মারধর করে তাকে হত্যা করেছে, এমন অভিযোগ করেছে মেয়ের পরিবার।
শুধু তাই নয় তারা আরো বলেন, আমার মেয়ে বিথীকে তারা হত্যা করে অসুস্হের নামে শহরের বেলভিউ হাসপাতালে নেয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে তারা তরিঘড়ি করে বাড়িতে নিয়ে তাকে রশি তে টানিয়ে আত্নহত্যা করেছে বলেছে প্রচার করতে থাকে। এমন কি তারা এ ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে।
এদিকে এ ঘটনাটি শুনে ঘটনাস্থলে স্হানীয় চেয়ারম্যান বতমান ও সাবেক চেয়ারম্যান এবং ১৪নং ওয়াড কমিশনার ও ১৩নং ওয়াড কমিশনার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ উপস্হিত হন।। এদিকে এ ঘটনা সম্পকে চাঁদপুর মডেল থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসে।
এদিকে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।