চাঁদপুর :
চাঁদপুরে রূপালী ইলিশের আমদানি ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গতকাল রোববার সরজমিনে মাছ ঘাট ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের ইলিশ থেকে শুরু করে কিশোর ইলিশ বিভিন্ন সাইজের মাছ ঘাটে আসছে। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১৭শ’ টাকা। ১ কেজি ওজনের ইলিশ ১২শ’ থেকে ১ হাজার টাকা। ৬শ’ গ্রাম থেকে ৮শ’ গ্রাম ইলিশ কেজি ৫শ’ থেকে ৮শ’ টাকা। কিশোর ইলিশের কেজি ৩শ’ টাকা।
পদ্মা-মেঘনায় পানি বাড়ছে। বাড়ছে স্রোতের তীব্রতা। প্রতিদিন হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে ইলিশ শিকারে নদী চষে বেড়াচ্ছে। এখনও আশানুরূপ ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে না। সারাদিন ইলিশ শিকার করে খাওয়া খরচ, জ্বালানি খরচ মিটিয়ে ভাগীদাররা কিছু লাভের মুখ দেখতে শুরু করেছে। উপকূলীয় এলাকায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও চাঁদপুর অঞ্চলে তুলনামূলক ইলিশ ধরা পড়ছে খুবই কম। এখানকার জেলেদের জালে ধৃত ইলিশের সিংহভাগই কিশোর।
মাছ ঘাটের ব্যবসায়ী দেলু খাঁ জানান, এখন ইলিশের ভরা মৌসুম হওয়া সত্ত্বেও মাছের আমদানি কম। নদীতে ডুবোচর এবং চর থাকায় লোকাল মাছ পাওয়া যাচ্ছে কম। মোকাম ব্যবসায়ী আহমদ আলী (৫৫) জানান, আল্লাহ দিলে মাছ বেশি হবে, না দিলে কম। স্থানীয়ভাবে ইলিশ না পাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গাঙ্গে এখন মাছ কম।
ঘাট সূত্রে জানা যায়, এলসি বন্ধ থাকায় বাছাই করা যে পরিমাণ মাছ ঘাটে আসছে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অভ্যন্তরে কিছু মাছ তারা পাঠাচ্ছে। এ সময়ে গত বছর প্রচুর মাছ ছিল। চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি সূত্রে জানা যায়, সাগরে প্রচুর মাছ ধরা পড়লেও সেই মাছ এখন চাঁদপুরে কম আসছে। বরিশাল দিয়ে সেই মাছ পাচার হয়ে যাচ্ছে। তবে জেলে, নদী তীরবর্তী আড়তদার এবং চাঁদপুর মাছ ঘাটের ছোট বড় ব্যবসায়ীরা আশা করছেন রমজান মাসের সামনের দিনগুলোতে আল্লাহ চাইলে বেশি ইলিশ ধরা পড়বে। সেই আশায় আছেন তারা। ভর মৌসুমে যে ইলিশ এখানে আহরিত হচ্ছে মাছের সাইজ অনুযায়ী দাম কিন্তু কমছে না। সাধারণ মানুষ বড় ইলিশের স্বাদ ভুলে গেছে। কিশোর ইলিশ কিনে ইলিশের স্বাদ নিচ্ছে।
চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের ইলিশও বিক্রি হচ্ছে। ১৭শ’ টাকা কেজি এ সাইজের একটি ইলিশের দাম ২ হাজার ৫শ’ টাকা। ক’জনেরই বা সাধ্য আছে এত টাকায় একটি ইলিশ কিনে খাবার। ছোট সাইজের ইলিশের দাম কিছু কম থাকায় সেই মাছেই ইলিশের স্বাদ নিচ্ছে। সামনের দিনগুলো ইলিশ ধরা পড়ার উপর নির্ভর করবে দাম কমে আসার।