প্রতিদিনকার রুটিন ওয়ার্ক। রিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে সকাল থেকে রাত অবধি নেই কোনো বিশ্রাম। মানুষ হয়ে মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে চলা। গাড়ির নেই কোনো ইঞ্জিন দুটি পায়ের অনবরত ঘূর্ণন, দুটি হাতকে শক্তিশালী রেখে দূর লক্ষ্যপানে তাকিয়ে যাত্রীদের বয়ে নিয়ে চলেন, এদের নাম আমরা দিয়েছি রিকশাওয়ালা। মাঝে মাঝে যাত্রীদের গালমন্দ, চড় থাপ্পড় খেয়েও সবকিছু নির্বিঘেœ সয়ে ছুঁটে চলেন তারা। রিকশাই তাদের কর্ম, রুটি রুজির পথ, এখানেই একটু বিশ্রাম।
ছবিটি বৃহস্পতিবার চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে ক্যামেরায় ধারণ করেছেন
আলোকচিত্রশিল্পী মিজানুর রহমান রানা।