ফাহিম শাহরিণ কৌশিক খান ==
চাঁদপুর শহরের স্টেডিয়াম সংলগ্ন মাদ্রাসা রোডে ফ্লাট বাড়িতে এনএসআই উর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী কালে স্থানীয়রা একজনকে আটক করে। গতকাল মঙ্গলবার রাতে মাদ্রাসা রোডের ভাড়াটিয়া নাসিমা বেগম ওরফে পাকিস্তানির বাসায় এ ঘটনা ঘটে। নাসিমা জানা যায়, ঘটনার রাতে সালাউদ্দিন নামে এক যুবক বাসার দরজা কলিং বেল টিপলে কাজের মহিলা পরিচয় জানতে চাইলে সে এনএসআই’র উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে। কাজের মহিলার কাছে আমার খোজ নেয়। আমাকে ডাকা ডাকি করলে অসুস্থ অবস্থা ঘুম থেকে উঠে আমার কাছে আসার কারণ জানতে চাই। সে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে নিজেকে এনএসআই উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে বলেন আপনি নিশা সঞ্চয় ঋণ দান সমিতির এমডি নাসিমা বেগম অনেক টাকা আয় করেন। যার থেকে আমাদের মাসোয়ারা দিতে হবে। টাকা না দিলে মামলার মার প্যাচে জড়িয়ে লাইসেন্স বাতিল করে দিবো। এ কথা বলার পর তার আইডি কার্ড দেখতে চাইলে সে দেখাতে ব্যর্থ হয়। এ সময় আমি কৌশল অবলম্ব করে চাঁদপুর মডেল থানা ও ফ্ল্যাটের লোকদেরকে বিষয়টি জানাই। এলাকাবাসী জানতে পেরে লোকজন এসে তার পরিচয় জানতে চাইলে সে বিভ্রান্তিমূলক তথ্য দিলে সে গণধোলাইয়ের শিকার হয়। কিছুক্ষণ পর চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক এস.আই মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে তাকে আটক করে। এলাকাবাসী জানায়, এ বাড়িতে দু’বার এ ধরণের ছদ্ম নামধারী লোকেরা এসে ডাকাতি করেছে। বিকেল থেকেই সালাউদ্দিন নামের যুবকটির আনা গোনা লক্ষ্য করা যায়। সালাউদ্দিন পুলিশকে জানায়, সে ব্রাহ্মণবাড়িয়ার লামাং উপজেলার জয়নাল আবেদিনের ছেলে। সে দীর্ঘদিন ১ বছর যাবৎ এমএলএসএস পদে চাকুরি করে আসছিল। নানু পাটওয়ারী নামের বাস স্ট্যান্ডের রেন্ট-এ-কারের ব্যবসায়ী তাকে এ বাসায় তদন্ত করার জন্য পাঠায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।