কবির হোসেন মিজি
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পুলিশের পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে পুলিশ, সিএনজি স্কুটার চালক ও যাত্রীসহ ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে দু জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন পুলিশ সদস্য রবিউল হাসান (২৭), সুমি আক্তার (২০), রুমি বড়ুয়া (২০) ও পুলিশ পরিদর্শক শহীদ (৫৪), সিএনজি স্কুটারে থাকা যাত্রী মাসুদ মিজি (৩৫) এবং চালক মুক্তার হোসেন গাজী। ঘটনাটি ঘটেছে গতকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টেকনিক্যাল হাই স্কুলের সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ৫ জন পুলিশ সদস্য তাদের পিকআপে করে চাঁদপুর থেকে পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা দেন। টেকনিক্যাল পৌঁছলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে পিকআপটির সংঘর্ষ ঘটলে সেটির অধিকাংশ দুমড়ে মুচড়ে যায়। তখন পিকআপে থাকা ৪ জন পুলিশ সদস্য আহত হন। ট্রাক্টর ও পিকআপের সংঘর্ষকালে একটি সিএনজি স্কুটারের সাথেও সংঘর্ষ ঘটে। সিএনজি স্কুটারে থাকা যাত্রী ও চালকসহ দু জন আহত হন। আহতদের প্রত্যক্ষদর্শী ও অন্য পুলিশ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে পুলিশ রবিউল হাসান ও সুমি আক্তারের অবস্থা গুরুতর। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে ঘটনাস্থলে আটক করে রাখে। পুলিশ সদস্যদের আহতের কথা শুনে পুলিশ সুপার মোঃ আমির জাফর হাসপাতালে ছুটে আসেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।