এম এ আকিব ॥
চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তার হামিমার উদ্যত আচরণ থেমে নেই। তার বিরুরেদ্ধ এবার হাসপাতালের তত্তাবধায়কের কাছে অভিযোগ করলেন ডিএসবি সদস্য আব্দুল হাই। এ নিয়ে তার বিরুদ্ধেএ যাবতকাল হাসপাতালের ডাক্তার, সাধারণ রোগী ও স্টাফ থেকে শুরু করে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষের একাধীক অভিযোগ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্যেও আজ পর্যন্ত কোন ব্যাবস্থা নেয়নি সংশ্লিস্ট কতৃপ। আর তাই দিনদিন বেপরোয়া হয়ে উটছে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার দায়ীত্বে থাকা এই ডাক্তার।
জানাযায়, রবিবার দুপুর ১২ টায় ডিএসবি সদস্য আব্দুল হাই সড়ক দূর্ঘটনায় নিহত মা ও শিশুর তথ্য নেওয়ার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান। এ সময় তিনি মোবাইলে তার উর্ধতন কতৃপক্ষের সাথে সড়ক দূর্ঘটনায় নিহত রোগীর তথ্য প্রদান করার সময় মোবাইলে কথা বলতে বলতে হাসপাতালের কোলাহল পরিবেশের কারনে একটু সরে এক পর্যায়ে ডিউটিরত ডাঃ হামিমার কক্ষের পাশে দাড়িয়ে কথা বলার সময় ডাঃ হামিমা তাকে উচ্চ স্বরে কে আপনি কে? এখান থেকে সরে গিয়ে অন্যত্র কথা বলেন, এছাড়াও নানা ধরনের উচ্চ বাচ্য করতে থাকেন । এ সময় ডাঃ হামিমাকে আঃ হাই তার পরিচয় দেওয়ার পরও তিনি তাতে বিন্দু মাত্র কর্ণপাত না করে উল্টো তার আচরণ আরো কঠোর করেন। এ নিয়ে ডিএসবি সদস্য আঃ হাই ডাঃ হামিমার বিরুদ্ধে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ প্রদিপ কুমার দত্তের নিকট অভিযোগ করেছেন। অভিযোগের আলোকে তত্বাবধায়ক ডাঃ প্রদিপ কুমার বিষয়টি নিয়ে মনোক্ষুন্ন হন। তিনি আঃ হাইকে মানসিক শান্তনা দিয়ে অভিযোগটি দেখবেন বলে আস্বস্ত করেন।
ইতিপূর্বে সাধারন রোগীদের রুঢ় আচরণের কারনে একাধিকবার অভিযোগের তীর বিদ্ধ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হামিমার বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা থাকা সত্যেও কোন ব্যাবস্থা গ্রহন হবে কিনা এ প্রশ্ন থেকেই যায়। কারণ এ ঘটনায় হাসপাতালের কর্মচারি থেকে শুরু করে অনেকেই বলতে থাকেন, রোগীদের সাথে খারাপ আচরণ ডাঃ হামিমার নিত্য দিনের স্বভাব। এ বিষয়ে তত্বাবধায়কের নিকট আগেও অনেক অভিযোগ গিয়েছে কিন্তু কোন লাভ হয়নি।