চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বর্তমান প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের নায়েবে নাজির ছানাউল্যা তালুকদার বাদী হয়ে গত পরশু ৩ জুন মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভুক্ত বিবাদী সাবেক ডেপুটি কমান্ডার মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুল হাফিজ খান এবং বীর মুক্তিযোদ্ধা রঞ্জন আলীসহ মোট আসামী ১২ জন।
চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত মামলা নং-০৯, তারিখ-৩/৬/১৪ খ্রিঃ। সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর নং-২৩৮, তারিখ-৩/৬/২০১৪। অর্থাৎ ৩ জুন চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়েরের পর পরই এটি আদালতে পাঠানো হয়। গতকাল মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের কারণে এ মামলার কার্যক্রম তেমন একটা আগায়নি বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে গত ৩ জুন মডেল থানায় মামলাটি দায়েরের পরও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর তথ্য কেনো সাংবাদিককে দেননি তাও পরিষ্কার হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ওপর সিনিয়র সহকারী জজ মোঃ ইব্রাহিম মিয়া গত ২৫ মে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। ভোটার তালিকায় ত্রুটির অভিযোগে মুক্তিযোদ্ধা আবদুল মান্নান তাঁর আদালতে শরণাপন্ন হলে তিনি এ আদেশ জারি করেন। এর বিরুদ্ধে সরকার পক্ষের পাশাপাশি আপিল করেন কমান্ডার এম.এ. ওয়াদুদের প্যানেলে ডেপুটি কমান্ডার প্রার্থী মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) আবদুল হাফিজ খান। এ আপিল গত ১ জুন বিকেলে খারিজ হলে এর নকল নিতে ব্যর্থ হন হাফিজ খান। এতে জজ কোর্ট প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। কমান্ডার প্রার্থী এম.এ. ওয়াদুদের গাড়ি এলোপাতাড়ি রেখে দিলে জজ কোর্টের গাড়ির ড্রাইভারদের সাথে বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জজ কোর্টের নায়েবে নাজির এম.এ. ওয়াদুদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেন।