প্রতিনিধি
বুড়িগঙ্গার নদীর সদরঘাটে একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চলছে আগুন নেভানোর কাজ- ফোকাস বাংলা
আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৫ নং পল্টুনে ঢাকা থেকে পিরোজপুরের হুলারহাটগামী এমভি টিপু সুলতান-৬ নামের লঞ্চে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, বিকেল ৫টা ৫৫ মিনিটে দুর্বৃত্তরা লঞ্চটিতে আগুন দেয়।
কিন্তু দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই আবদুস সালাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, সদরঘাট থেকে হুলারহাট যাওয়ার জন্য লঞ্চটিতে যাত্রী তোলা হচ্ছিলো। হঠাৎ তৃতীয় তলার একটি কেবিনে আগুন দেয়া যায়। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখনো এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধে বরিশাল থেকে ঢাকাগামী দুটি লঞ্চে আগুন দেয় দুর্বৃত্তরা।