মিজানুর রহমান রানা
এমভি ‘বাঙালি’ চাঁদপুরে যাত্রাবিরতির দাবিতে চাঁদপুর প্রেসকাবে চাঁদপুরের সুধীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজসোমবার চাঁদপুর চাঁদপুর প্রেসকাবে ‘আমরা চাঁদপুরবাসী’র আয়োজনে রাষ্ট্রীয় মালিকানাধীন যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি চাঁদপুর নদী বন্দরে যাত্রাবিরতির দাবিতে মতবিনিময় সভায় মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা চাঁদপুরবাসী’র আহ্বায়ক অ্যাড. সেলিম আকবর। বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, প্রেসকাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। উপস্থিত ছিলেন প্রফেসর শাহাদাৎ হোসেন, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক মো. গোফরান হোসেন, শাফায়াৎ আহমাদ ভূঁইয়া, গাজী মো. আবদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় আগামী ৭ মে সকাল ১১ টায় চাঁদপুর প্রেসকাবে সংবাদ সম্মেলন এবং পরদিন ৮ মে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সাথে সাাৎ ও স্মারকলিপি পেশ করা হবে।