চাঁদপুর: চাঁদপুর-ঢাকা নৌ-রূটে চলাচলকারী এমভি. রফ রফ লঞ্চ কর্তৃপক্ষের অসতর্কতায় যাত্রী আহত ও পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর অভিযোগে চাঁদপুর আদালতে লঞ্চ মালিক বারেক হাজীসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার দুপুরে নিহত হাফেজ মোঃ আলী আহমদ পাটওয়ারীর স্ত্রী রোকেয়া বেগম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ প্যানাল কোডের ৩০৪ (ক)/১০৯/৫০৬ (বি) ধারায় এ মামলা দায়ের করেন। মামলা নং-সিআর ১৬৭। মামলায় অভিযুক্ত আসামিরা হচ্ছে ১. মেসার্স রাকিব ওয়াটার ওয়েজ এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব এমএ বারী খান, ২. মেসার্স রাকিব ওয়াটার ওয়েজ এর ইনচার্জ মাষ্টার মোঃ হারুনুর রশিদ, ৩. মেসার্স রাকিব ওয়াটার ওয়েজ এর কোয়াটার মাষ্টার, গোলাম নবী, ৪. মেসার্স রাকিব ওয়াটার ওয়েজ এর সুপার ভাইজার ইউসুফ আলী বেপারী।
অভিযোগে উল্লেখ্য করা হয়: গত ২০০৮ সালের ৭ মে রবিবার সকাল আনুমানিক ১১.৫৫মিনিটে চাঁদপুর লঞ্চ টার্মিনালে নিহত হাফেজ মোঃ আলী আহমদ পাটওয়ারী স্ব পরিবারে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নৌকাযোগে এমভি রফ রফ লঞ্চে উঠার সময় লঞ্চের চাপায় কর্তব্যরত অভিযুক্ত ব্যাক্তিদের অসতর্কতায় আলী আহমদের পাজরের হাড় ভেঙ্গে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা সিটি হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসারত অবস্থায় পর ৮ দিন তিনি মৃত্যুবরণ করেন।
আলী আহমদের স্ত্রী রোকেয়া বেগম জানান, চিকিৎসার জন্য ওই সময় তারা প্রায় ৪লক্ষ টাকা খরচ করে। এ খরচের ব্যয়ভার সম্পূর্ণ লঞ্চ মালিক দেবেন বলে তাদেরকে আশ্বস্থ করেন এবং মামলা না করার জন্য অনুরোধ জানায়। কিন্তু দীর্ঘ ৫বছরেও চিকিৎসার টাকা না পেয়ে রোকেয়া তার ছেলে-মেয়েদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে। অবশেষে কোন উপায় না পেয়ে স্বামী হত্যার সু-বিচার প্রার্থনা করে রোকেয়া বেগম এ মামলা দায়ের করেন।
লঞ্চ ঘাটের দায়িত্বরত কয়েক জন জানায়, এ ঘটনার সময় রফ রফের পাশে ঢাকা-চাঁদপুর আরেকটি লঞ্চ ভিড়ানো ছিল। দুর্ঘটনায় কবলিত নৌকার যাত্রী আলী আহমেদ রফ রফ লঞ্চে পরিবারের সদস্যদের নিয়ে উঠছিল। ঠিক ঐ সময়ই রফ রফ লঞ্চটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার পথে পাশে থাকা লঞ্চের সাথে চাপা খেয়ে এ দুর্ঘটনাটি ঘটেছিল। ঘটনার এত দিন পর পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লঞ্চ মালিককে ফাঁসানোর জন্য এমভি আবে-জম-জম লঞ্চের সুপার ভাইজার বিপ্লব সরকারের প্ররোচনায় রোকেয়া বেগমকে দিয়ে আদালতে উক্ত মামলাটি দায়ের করে বলে একটি সূত্রে জানা যায়।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।