চাঁদপুর-ঢাকা যাত্রীবাহী লঞ্চ এমভি রিপলে সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে ইচলীতে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শিশু ও মহিলাসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকাল থেকে বাচ্চু বেপারীর গ্র“প ও আইয়ুব আলী গ্র“পের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ব্যাপক সংঘর্ষ ঘটলে মডেল থানার উপপরিদর্শক গৌতম চন্দ্র দেব ও মোস্তফা চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে উভয়পক্ষ তাদেরকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরণে জানা যায়, এমভি রিপল লঞ্চের মালিকের শ্বশুর বাসু হাজ্বী ইচলীর বাচ্চু বেপারীর ভাতিজা নাছির বেপারীকে সুপারভাইজারে নিয়োগ দেন। গত সোমবার সন্ধ্যায় এ নিয়ে আইয়ুব আলীর ছেলের সাথে নাছির বেপারীর বাক্বিতণ্ডার সৃষ্টি হয়ে সংঘর্ষ বেধে যায়। স্থানীয়ভাবে সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। মঙ্গলবার সকালে নাছির বেপারীর ভাই লোকমান ও খোকন আইয়ুব আলীর ছেলে জয়নাল, সোহেল ও নাছির গাজীর সাথে পুনরায় এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এসময় লোকমান ও খোকন গুরুতর আহত হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই বাচ্চু বেপারীর গ্র“পের লোকজন আইয়ুব আলীর বাড়িতে ব্যাপক ভাংচুর করে পুরুষ-মহিলাদের আহত করে। আহত অবস্থায় ফিরোজা (৫০), রিনা বেগম (৫০), জয়নাল (২৫), মিতু (১০) রিনু আক্তার (২৫), আয়েশা বেগম (৪৫)-কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসাতালে এনে ভর্তি করা হয়।
এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী মনের করে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের রয়েছে। এব্যাপারে উভয়পক্ষ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।