প্রভাষ আমিন
নিজের যৌবন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ব্যয় করেছি বলে আমি গর্বিত। কিন্তু গণ-অভ্যুত্থানে এরশাদ পতনের পর পর্যায়ক্রমে আওয়ামী লীগ-বিএনপি জোট বেঁধে এরশাদকে রাজনীতিতে পুনর্বাসিত করে। এ নিয়ে আমার ক্ষোভের অন্ত নেই। আমাদের পবিত্র আন্দোলনকে রাজনীতিবিদরা ব্যবহার করেছেন ক্ষমতার জন্য। কিন্তু আমার সেই ক্ষোভ অনেকটাই কমে গেছে। এরশাদ বঙ্গভবনে ঢুকতেই সবাই হেসে ওঠেন। এরশাদকে হাস্যকর করে তোলার কৃতিত্ব শেখ হাসিনার। একবার নির্বাচনে যাওয়ার, একবার না যাওয়ার ঘোষণা দিয়ে; থুতু তত্ত্ব দিয়ে, আত্মহত্যার ঘোষণা দিয়ে, রহস্যজনক অসুস্থতা নিয়ে সিএমএইচে গিয়ে, দেশ যখন পুড়ছিল তখন গলফ খেলে, গোপনে শপথ নিয়ে এবং শেষ পর্যন্ত বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে বাসায় ফিরে এরশাদ নিজেকে রাজনীতির ক্লাউন হিসেবে তুলে ধরলেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এরশাদের এই পরিণতি দেখে ভালো লাগছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।