বিশেষ প্রতিনিধি: জাতীয় নির্বাচন সামনে। এখনও কাগজে কলমে মহাজোট আছে। এজন্য দুই নেতার মধ্যে বৈঠক। একজন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এরশাদ। অন্যজন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি আবুল মাল আবদুল মুহিত। মুহিত মর্যাদাপূর্ণ এ আসনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আর এরশাদ একদিন আগে জানিয়েছেন, নেতাকর্মীরা চাইলে তিনিও এই আসনে প্রার্থী হবেন। এরশাদের এ ঘোষণার পরের দিনই তার সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী। সিলেট সার্কিট হাউসে আজ সকালে এ বৈঠক হয়। সূত্র জানিয়েছে, প্রার্থী হওয়া নিয়ে এরশাদের বক্তব্যের বিষয়টি স্পষ্ট হতে অর্থমন্ত্রী আলোচনা করেছেন। প্রসঙ্গ এসেছে সিলেটের নগর উন্নয়ন ও বিগত সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়। বৈঠকে এরশাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আসেনি। তিনি জানিয়েছেন, প্রার্থী হওয়া না হওয়া নির্ভর করবে স্থানীয় নেতাকর্মীদের ওপর। বৈঠক শেষে অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানকে জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি এ আসনে প্রার্থী হচ্ছে। নির্বাচনে প্রার্থী হওয়ার মতো তিনি শারিরিকভাবেও সুস্থ আছেন। এছাড়া নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থাও ভাল। তাই তিনি নির্বাচনী প্রচারণা কাজ করতে পারবেন। মুহিত সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে বলেন, নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর ভাল লোক। তিনি সবার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কাজ করতে পারবেন।
শিরোনাম:
রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।