বিশেষ প্রতিনিধি: জাতীয় নির্বাচন সামনে। এখনও কাগজে কলমে মহাজোট আছে। এজন্য দুই নেতার মধ্যে বৈঠক। একজন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এরশাদ। অন্যজন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি আবুল মাল আবদুল মুহিত। মুহিত মর্যাদাপূর্ণ এ আসনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আর এরশাদ একদিন আগে জানিয়েছেন, নেতাকর্মীরা চাইলে তিনিও এই আসনে প্রার্থী হবেন। এরশাদের এ ঘোষণার পরের দিনই তার সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী। সিলেট সার্কিট হাউসে আজ সকালে এ বৈঠক হয়। সূত্র জানিয়েছে, প্রার্থী হওয়া নিয়ে এরশাদের বক্তব্যের বিষয়টি স্পষ্ট হতে অর্থমন্ত্রী আলোচনা করেছেন। প্রসঙ্গ এসেছে সিলেটের নগর উন্নয়ন ও বিগত সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়। বৈঠকে এরশাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আসেনি। তিনি জানিয়েছেন, প্রার্থী হওয়া না হওয়া নির্ভর করবে স্থানীয় নেতাকর্মীদের ওপর। বৈঠক শেষে অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানকে জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি এ আসনে প্রার্থী হচ্ছে। নির্বাচনে প্রার্থী হওয়ার মতো তিনি শারিরিকভাবেও সুস্থ আছেন। এছাড়া নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থাও ভাল। তাই তিনি নির্বাচনী প্রচারণা কাজ করতে পারবেন। মুহিত সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে বলেন, নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর ভাল লোক। তিনি সবার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কাজ করতে পারবেন।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আরও সংবাদ
মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
বিভিন্ন জায়গায় শোডাউন করে মনোনয়ন জমার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী হলে পদত্যাগ করতে হবে না :ইসি... বিস্তারিত
নির্বাচন নিয়ে আলোচনা হয়নি: দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক=পররাষ্ট্রমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুক্রবার... বিস্তারিত
ঢাকা-দিল্লী সম্পর্ক আরো জোরদারে শেখ হাসিনা-মোদির ঐকমত্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ একটি দ্বিপক্ষীয় বৈঠকে... বিস্তারিত
প্রধানমন্ত্রী যাচ্ছেন কাল দিল্লিতে কথা হবে রাজনীতি নিয়েও
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয়, আঞ্চলিক ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।