মিজানুর রহমান রানা
চাঁদপুরের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মহসিন উদ্দিন ভূঁইয়ার বিদায় ও সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুরের এলজিইডি হলরুমে অনুষ্ঠিত বিদায় ও সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত নির্বাহী প্রকৌশলী মো. ফজলে হাবিব। সিনিয়র সহকারী প্রকৌশলী মো. এমদাদ হোসেনের পরিচালনায় বিদায় ও সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মহসিন উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর জমিনের সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন, ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী মো. মহর আলী, শাহরাস্তি উপজেলা প্রকৌশলী মো. আহসান হাবিব, মতলব উত্তর উপজেলা প্রকৌশলী এনামুল হক, কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আলমগীর, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহাজাহান।
সভায় এছাড়াও জেলা এবং উপজেলার বিভিন্ন ঠিকাদারগণ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, মহান আল্লাহ্ পাক অহংকারকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র তিনিই করতে পারেন যিনি এই বিশ্ব-জাহানকে সৃষ্টি করেছেন। বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মহসিন উদ্দিন ভূঁইয়া ছিলেন একজন ভালো মনের মানুষ। তিনি কারো মনে কখনো কষ্ট দেননি। সর্বোপরি তিনি কাখনোই অহংকার করতেন না। এখানে কর্মরত সকলের একজন প্রিয় মানুষ ছিলেন তিনি। আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সবশেষে সকলের পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী মো. মহসিন উদ্দিন ভূঁইয়াকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।