শওকত আলী, চাঁদপুর :
জনগণের সমর্থন ও আস্থা ধরে রাখার জন্য এবার চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান তার ইউনিয়নের ক্ষুদার্ত মানুষগুলোকে ৭ গরুর ভুড়িভোজ করালেন। গতকাল বৃস্পতিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যানের নিজ বাড়ীতে এ বিশাল ভুড়িভোজের আয়োজন করা হয়। এ যেন এলাহী কান্ড! চেয়ারম্যানের ব্যয় বহুল আয়োজন এবং তার আয়ের উৎস নিয়ে ইউনিয়ন জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য, জিরো থেকে হিরো ওই চেয়ারম্যানের কর্মকান্ড নিয়ে চাঁদপুর জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সে রিঙ্া চালক থেকে আনসার, আনসার থেকে রাজনৈতিক দল জাতীয়পার্টি যোগ দিয়ে নেতা বনে যান। তারপর সে বর্তমান দলে যোগ দিয়ে তার ইউনিয়নে নদী থেকে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তার এলাকায় বালু উত্তোলনের ফলে শত শত বাড়ি-ঘর নদী ভাঙ্গনের শিকার হয়ে তলিয়ে যাচ্ছে। সে দিকে নজর না দিয়ে সে অবৈধ পথে আয় করা বালু উত্তোলনের টাকা জনগণের মাঝে দান করে নিজেই সেজেছেন দানবীর। এলাকার সচেতন মহলের মাঝে তার এ কর্মকান্ডে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।