শাহানা সিরাজ
এলোমেলো বাতাস ছুঁয়ে যাও মৌটুসি বেলা
বুঝনা পলাশ হাসলেই ফাগুন হাসে না
কোকিল ডাকলেই ঘুম ভাঙে না
অবিরত স্বপ্নে সূর্যের দহন দ্রোহ হয়ে কেবল ছুঁইয়ে ছুইয়ে
হৃদয়ের প্রান্তে প্রান্তে মলিন আঁচড় কেটে কেটে রক্তপাতে মগ্ন …
ভোরের জানালা খুলে পর্দা সরিয়ে কম্পিত চোখ অনার্য দিনের
সুলতানি শাসন পরখ করে … এসো না এসো না ঘোলা চোখ সইতে পারে না
স্রোতের মহড়ায় শিমুল ভেসে গেছে সেই কবে এখন কেবল কংকাল সময়
মুখরিত উঠানের লতা মঙ্গেশকর অনুরাগ নয় বিরাগেই বিধ্বস্ত
ফুল-পাখিরা যা ই বলুক শ্রবণ অনশন করে মুখ ফিরায়
ও বধির সময়, জানো না আজ ফাগুনবেলা,
ধলেশ্বরী একা একা কুলে ভিড়ে শীতল স্রোতে
একা একা উজান পথে ঢেউ গুণে
শান্ত ঠোঁটে তৃষ্ণা বড় এক বিকেলের একটু ছোঁয়া
আমের মুকুল সবুজ পাতায় দোলা দিয়ে
কোন সে দিনের ছবি আঁকে?
যাপিত কলরোলে বিষণ্ণ আঁধার অনিশ্চিত পথে পা বাড়ায়
শুকনো দুটো হাত যতই ধরি ততই ছিটকে যায়
যতই বলি আরোপিত মহুয়া ফাগুনে নয় সব বেলাতেই এক
মিটি মৃদুল হাসি ততই বলে পলাশের রঙ মিছে হয় কি ভাবে?
পলাশের হাসি কোথা পাই
কোথা গিয়ে যাচি
আমার আমি চির যৌবনা
দুরন্ত বাতাসের গতি
আজ এসো কামিনি রাতে বেহুলা ঠোঁটে হাসি …
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।