প্রতিবেদক
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা আবারো পিছিয়েছে। পরীক্ষা পিছিয়ে আগামীকাল রোববারের পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ শনিবার চট্টগ্রামের সার্কিট হাউজে এসএসসি ও সমমানের ৩য় ও ৪র্থ দিনের পরীক্ষার বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, হরতালের কারণে আগামীকালের এসএসসির ইরেজী ১ম পত্রের পরীক্ষা আগামী শুক্রবার সকাল ৯টায় শুরু হবে। তিনি আরো জানান, আগামী মঙ্গলবারের ইংরেজী ২য় পত্রের পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।