চাঁদপুরে কঠোর নিরাপত্তায় ও নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে। বিএনপি-জামায়াতের টানা অবরোধ ও হরতালের কারণে দু-দুবার পরীক্ষা পিছানোর পর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় গতকাল শুক্রবার চাঁদপুরেও এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলা প্রথম পত্র নকল মুক্ত পরিবেশে ও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলায় পরীক্ষার্থীরা নিরাপত্তায় পরীক্ষা দিয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ের পূর্বে রাস্তায় আইন শৃংখলা বাহীনির নজরদারি ছিল সতর্কতায়। পরীক্ষার্থী ও অভিভাবকরা নিরাপদে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া করেছে। পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী, ভিজিল্যান্সটিমসহ পরীক্ষায় সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, পর্যবেক্ষকসহ পরীক্ষায় সংশ্লিষ্ট সকলই গুরুত্ব সহকারে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করেছেন। আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল চাঁদপুর সদরের নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তেুাষ্টি প্রকাশ করেন। নুরুল হক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৬৯০ জন। চাঁদপুর সদরের ১০টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা উক্ত কেন্দ্রে পরীক্ষা দেয়। ২ জন পরীক্ষাথী (ছাত্রী) অনুপস্থিত ছিল। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী। বিপুল সংখ্যক অভিভাবক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ছাত্র ৪৪৩ জন ও ছাত্রী ৬৮৮ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৭ জন পরীক্ষার্থী (ছাত্রী) অনুপস্থিত ছিল। কারিগরিতে ছাত্র ২৯জন এবং ছাত্রী ৯ জন পরীক্ষার্থী ছিল। ৩০টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আজহার উদ্দিন চৌধুরী। সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে উক্ত কেন্দ্রে ১ম দিনের পরীক্ষা সমাপ্ত হয়।
ক্যাপশান ॥ চাঁদপুর সদরের নুরুল হক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী, পাশে ফরাক্কাবাদ পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন