চাঁদপুর নিউজ রিপোর্ট
আগামী ৯ ফেব্রুয়ারি রোববার থেকে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হবে। চাঁদপুর জেলায় সমমানের এই তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৯ হাজার ৮শ� ৫৪ জন। মোট কেন্দ্র হচ্ছে ৬২। মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসি ২২ হাজার ৬শ� ১২ জন, দাখিল ৬ হাজার ১শ� ৯৮ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৪৪ জন। এসএসসির পরীক্ষা কেন্দ্র ৩৫, দাখিলের পরীক্ষা কেন্দ্র ১৭ ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র ১০ টি।
এসএসসি ও সমমানের পরীক্ষার্থী চাঁদপুর জেলায় এবার গত বছরের চেয়ে প্রায় ১৫শ�র মতো বেশি। গত বছর ছিলো ২৮ হাজার ১শ� ৯৭ জন। আর এবার হচ্ছে ২৯ হাজার ৮শ� ৫৪ জন। এবার এসএসসি ও দাখিলে পরীক্ষার্থী বেড়েছে। জেলা প্রশাসকের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে সদর উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৫টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ২টি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র ২টি; হাজীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৬টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ২টি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র ১টি; মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৬টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১টি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র ২টি; মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি কেন্দ্র ২টি, দাখিল কেন্দ্র ২টি ও এসএসসি ভোকেশনাল কেন্দ্র ১টি; ফরিদগঞ্জ উপজেলায় এসএসসি কেন্দ্র ৫টি, দাখিল কেন্দ্র ৩টি ও এসএসসি ভোকেশনাল কেন্দ্র ১টি; শাহরাস্তি উপজেলায় এসএসসি কেন্দ্র ৪টি, দাখিল কেন্দ্র ২টি ও এসএসসি ভোকেশনাল কেন্দ্র ১টি; কচুয়ায় এসএসসি কেন্দ্র ৬টি, দাখিল কেন্দ্র ৩টি ও এসএসসি ভোকেশনাল কেন্দ্র ১টি এবং হাইমচরে এসএসসি কেন্দ্র ১টি, দাখিল কেন্দ্র ১টি ও এসএসসি ভোকেশনাল কেন্দ্র ১টি। এসব কেন্দ্রে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেয়ার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন এবং পরীক্ষা সংক্রান্ত কমিটি নানা প্রস্তুতি নিচ্ছে