শাহরাস্তি:
শাহরাস্তিতে স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষককে সহায়তার অভিযোগে পৌর কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের জনৈক ব্যক্তির মেয়েকে একই এলাকার হারুনুর রশিদের পুত্র আরিফ হোসেন মিন্টু (১৯) গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিষ প্রয়োগে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম এ ঘটনা তার পরিবারের সদস্যদের জানালে পরদিন ২৮ ফেব্রুয়ারি তাদের বাড়িতে এক সালিস বসে। সালিসরা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালায় এবং ২শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। সালিসে ন্যায়বিচার পাবে না নিশ্চিত হয়ে ২ মার্চ বিকেলে মামলা করার উদ্দেশ্যে থানায় যাওয়ার প্রাক্কালে ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্লা, যুবলীগ নেতা জাকির হোসেন ও ধর্ষকের পিতা হারুনুর রশিদ তাদের পথ আটকে জাকিরের দোকানে নিয়ে যায়। সেখানে তাদের ভয়-ভীতি দেখিয়ে ৩শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় ও আসামীকে পালিয়ে যেতে সহায়তা করে। এ ঘটনা শুনে গত ৪ মার্চ পুলিশ ভিকটিমকে থানায় নিয়ে আসে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষায় পাঠানো হয়েছে। আসামীরা পলাতক, তাদের গ্রেফতার করা হবে।