প্রেস বিজ্ঞপ্তি
এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেষ্ট এসিএম-আইসিপিসি (অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ- ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেষ্ট) ২০১৩-এ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শীর্ষস্থান লাভ করেছে।
গত শুক্রবার ৬ ডিসেম্বর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৫৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১১০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির-ডিআইইউ প্রাইমিটিভ দল প্রদত্ত এগারটি সমস্যার মধ্যে ৬টি সমস্যা সমাধান করে সামগ্রীকভাবে অষ্টম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে শীর্ষস্থান অর্জন করে। ডিআইইউ প্রাইমিটিভ দলের সমস্যরা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ সামিউল ইসলাম, শরীফ আহমদ ও শুভ কর্মকার। প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) চ্যাম্পিয়ন ও বুয়েট রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর রাগিব আলী ডিআইইউ প্রাইমিটিভ দলের সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেন।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।