স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম আনওয়ারুল করীম দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ভারতের মুম্বাইতে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
জানা যায়, আনওয়ারুল করীম গত রমজানের শেষদিকে অসুস্থ হয়ে পড়েন। ঈদুল ফিতরের পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়। বর্তমানে তিনি টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে তাকে কেমো দেয়া শুরু হলেও ৩/৪ দিন আগে তার জন্ডিস ধরা পড়ে। এছাড়া ২/১ দিনের মধ্যে জরুরিভিত্তিতে তার একটা অপারেশনও হবে। এরপর আবার কেমো দেয়া শুরু হবে।
এসএম আনওয়ারুল করীমের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে তাঁর ও ইল্শেপাড় পরিবারের পক্ষ থেকে চাঁদপুরবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।