মতলব দক্ষিন প্রতিনিধি :এবার ছাত্রলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক আল আমিন হোসেন উজ্জ্বলের ওপর হামলা হয়েছে। শুক্রবার রাতের হামলায় আহত উজ্জ্বলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দাবি, চাঁদপুরের মতলব দক্ষিণ আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলামের ভাতিজা রাসেল দেওয়ানের নেতৃত্বে ওই হামলা চালানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহ আগে এমপি গ্রুপের লোক বলে পরিচিত ছাত্রলীগের মাসুম সরকার ও নিপু মতলবের মুন্সীরহাটে মাদকসহ জনতার হাতে আটক হয়। পরে ধোলাই দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার জন্য আটককৃতরা দায়ী করেন মতলবের কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আল আমিন হোসেন উজ্জ্বলকে। ঈদে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরা উজ্জ্বলকে শুক্রবার রাতে কচিকাঁচা স্কুলের সামনে পেয়ে আটক করে সংসদ সদস্যের ভাতিজা রাসেল দেওয়ান ও মাসুম। তারা উজ্জ্বলকে স্কুলের ভেতর নিয়ে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে অচেতন অবস্থায় মতলব বাজারের ওয়াপদা ব্রিজের কাছে ফেলে রাখে। ঘটনার পর এলাকাবাসী রাতেই উজ্জ্বলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ এবং পরে অবস্থার অবনতি ঘটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আহত উজ্জ্বলের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, সংসদ সদস্যের সমর্থকরা তাঁর ছেলের ওপর হামলা করেছে। এদিকে মতলবে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় শনিবার চাঁদপুরের স্থানীয় কয়েকটি দৈনিকে সংবাদ ছাপা হয়। এ জন্য ক্ষুব্ধ হয়ে হামলাকারীরা শনিবার সকালে চাঁদপুরের চারটি দৈনিক পত্রিকার প্যাকেট স্থানীয় এজেন্টের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে এজেন্ট দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
শুক্রবারের ঘটনার পর থেকে শনিবার দিনভর ছাত্রলীগের সংসদ সদস্য ও তাঁর বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব বাজারের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।