সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদদাতা :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছেলের ঋণের টাকার দায়ে বাবা মানবতার কাছে হেরে গেছেন। হাজীগঞ্জ উপজেলা ৯নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া বালুর মাঠে ঘটেছে এই নির্মম নিষ্ঠুরতার ঘটনা।
ঘটনার বিবরনে জানা যায়, পাওনাদার মৈশামুড়া গ্রামের রহমত উল্ল্যার ছেলে আব্দুল্লাহ দুবাই যাওয়ার জন্য ২লক্ষ ৫২হাজার টাকা তৈয়ব মাষ্টারের ছেলে মোস্তফাকে দেয়। টাকা ফেরৎ না দিতে পারায় ঘটনার দিন আব্দুল্লাহ ও তার বাবা রহমত উল্ল্যাহ ঋণগ্রস্থ প্রবাসী মোস্তাফার বাবা তৈয়ব মাস্টার (৭০) কে দু’হাত রশি দিয়ে বেঁধে শতাধিক লোকের সম্মুখে গ্রামের মধ্যে হাঁটায় এবং শারীরিক নির্যাতন করে।
স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা যায়, দুবাই যাওয়ার জন্য তৈয়ব মাস্টার’র ছেলে মোস্তফাকে ২ লক্ষ ৫২ হাজার টাকা দেন। তবে আব্দুল্লাহ বিদেশ যাওয়ার পর বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হয়। অবশেষে ২৬দিন কারাবরণ করে দেশে ফেরার পর এ ঘটনার সৃষ্টি হয়। ফলে ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্জল্য সৃষ্টি করে। অভিযোগে আরো জানা যায়, যেহেতু স্থানীয় চেয়ারম্যানের নিজ গ্রামে এ ঘটনা ঘটেছে সেহেতু চেয়ারম্যান ও তার ইউপি সদস্য আশেক আলী ও স্থানীয় মাতাব্বরা প্রতক্ষ্য বা পরোক্ষ্য ভাবে জড়িত বলে মনে করেন স্থানীয়রা।
এ ব্যাপারে তৈয়ব আলী মাস্টারের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭৫৪২০৯৮৯৭) কয়েক বার ফোন দেওয়ার পরও তাকে পাওয়া যায়নি।
এ সম্পর্কে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়াম্যান আলী আকবর শেখ জানায়, দুবাই যাওয়ার টাকা পাওয়ার ঘটনা জানি কিন্তু এ মর্মান্তিক ঘটনার সময় আমি পালিশারা একটি সালিশ বৈঠকে ছিলাম। খবর পেয়ে আমি তৈয়ব আলী মাস্টার কে উদ্ধার করি ঐ সময় আব্দুল্লাহ ও তার পিতাকে ক্ষমা চাইতে বলি এবং ৫০ জুতা পেটা দিতে বলি।
চাঁদপুর নিউজ সংবাদ