হাসানুজ্জামান, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে চোর সাব্যস্থ করতে দুই শিশুকে বেদম প্রহার করেছে একটি প্রভাবশালী মহল। ঘটনাটি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া-নোয়াপাড়া গ্রামে ঘটে। জানা যায়, ওই গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল আমিনের ৯৫ হাজার টাকা চুরি হয় শবে-বরাতের ৫দিন পূর্বে। যা তিনি ওই এলাকার অনেককে জানিয়েছেন। ঘটনাটি লোকমুখে জানাজানি হলে অতি উৎসুক কিছু ব্যক্তি নিজেদের প্রভাব বিস্তার করতে অসহায় দুই শিশুর উপর সন্দেহ প্রবন হয়ে প্রথমে মানসিক পরে শারীরিক নির্যাতন চালায়। যা মধ্যযুগীয় বর্বরতা। সভ্য সমাজে এ ধরনের অসভ্য ব্যক্তিদের এমন কর্ম দেখে অনেকেই আঁতকে উঠেছেন। প্রবাসী জহিরুল ইসলামের শিশু পুত্র তাজুল ইসলাম (৯) ও আব্দুল মমিনের পুত্র হাবিব (১০) ওই ঘটনার শিকার হয়। এ বিষয়ে তাজুল ইসলামের মা তাছলিমা বেগম বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন। আমি ছোট ছেলেমেয়েদের নিয়ে অত্যান্ত অসহায় ও ধর্মীয় পর্দাগুছিত জীবন যাপন করি। টাকা চুরির ঘটনা সম্পর্কে আমার শিশু পুত্র কিছু না জানলেও সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মিজানুর রহমানের নেতৃত্বে আমির হোসেনের পুত্র শফিক, মৃত আলী আজ্জমের পুত্র আলাউদ্দিন ও পাগলা মাসুমসহ আরও অনেকে আমার শিশুপুত্রকে মুর্তা দিয়ে রক্তাক্ত জখম করে। বহুবার মিজানের হাত পা ধরেও সন্তানকে বেদম প্রহারের হাত থেকে রা করতে পারিনি। তিনি একজন অসহায় মা হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা, মানবাধিকার ও সমাজের গন্যমান্য ব্যক্তির কাছে সুষ্ঠ বিচারের দাবী জানান। বেদম প্রহারে আহত হাবিব জানায়, চুরির ঘটনায় আমাদের স্বীকারোক্তি আদায় করতে তারা অনেক ফুসলানি দিয়েছে। আমরা স্বীকার না হওয়ায় মুর্তা ও কড়ই’র ডাল দিয়ে বেদম মেরেছে। এক পর্যায়ে মিজান আমার গলাটিপে হত্যা করার চেষ্টা করলে উপস্থিত লোকের সহায়তায় রা পাই। এসময় আমার বাবা মা মাটিতে গড়িয়ে চিৎকার করতে থাকে। আমাকে মারার দৃশ্য তারা সহ্য করতে না পেরে টাকা জরিমানা দেয়ার কথা স্বীকার করে। হাবিবের পিতা আঃ মমিন জানান, মিজান নতুন পয়সা ওয়ালা হয়ে মানুষকে মানুষ হিসেবে গন্য করছে না। একটি শিশুকে এভাবে কোন জানোয়ারও পেটায় না। আমার সন্তানের দেহটি পিটিয়ে রক্তাক্ত করে তোলে মিজান। যা মানবাধিকার লংঘনের সামিল। এ ঘটানার রূপকার ওই মসজিদের ইমাম হাফেজ মোঃ নুরুল আমিনের সাথে আলাপ করলে তিনি জানান, কে বা কারা আমার টাকা গুলো নিয়েছে তা আমি জানি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা চুরির ঘটনায় আমি কাউকে সন্দেহ করিনা। এ ঘটনায় অতি উৎসাহিত হয়ে যারা শিশুদেরকে মারধর করেছে আমি তার পে নেই। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
শিরোনাম:
আরও সংবাদ
বিশ্ব ইজতেমায় ‘মানবতার ফেরিওয়ালা’ মালয়েশিয়ান ইবিট লিও
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন, মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। বিশ্ব... বিস্তারিত
পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০-৩০ টাকা
দেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ এরই মধ্যে ঘরে তুলেছেন কৃষক। মূল মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে... বিস্তারিত
রমজান মাসে প্রাথমিকে ক্লাশ ১০ দিন, মাধ্যমিকে ১৫…
আগামী রমজান মাসের প্রথম ১০ দিন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত... বিস্তারিত
পরকীয়ায় নাশ সংসার
দেশে বিয়ের হার বৃদ্ধির পাশাপাশি বিবাহবিচ্ছেদ বা তালাকও বেড়েছে। বিবাহবিচ্ছেদের প্রধান দুটি... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।