এ বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণি সমাপনী মূল্যায়ন হবে। যদিও আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু সময়ের অভাবে এবছর আর পরীক্ষা হচ্ছে না। যেহেতু সামনে এসএসসি-এইচএসসি পরীক্ষা আছে।
পিইসি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, এটাতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। হয়ত পিইসি পরীক্ষাও হচ্ছে না।