নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন তরুনলীগ কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা গতকাল শনিবার বিকাল ৪টায় দোকানঘর চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, যুগ্ম আহ্বায়ক মোঃ আলী মাঝি, ঝন্টু দাস, সাবেক চেয়ারম্যান আঃ মন্নান খান মনা খা, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান, জেলা তরুন লীগের সভাপতি শেখ শরীফ আহমেদ, সাধারণ সম্পাদক কিশোর সিংহ রায়। উপজেলা তরুনলীগের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে ও সফিকুর রহমান গাজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা তরুন লীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম মনির, সমীর চন্দ্র দে, সীমু বেপারী, সফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মোতালেব খান রাজু, সমাজ কল্যান সম্পাদক নাছির গাজী, বন ও পরিবেশক সম্পাদক ফয়েজ আখন্দ, উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া, ইউপি মেম্বার রুহুল আমিন, ওয়ার্ড যুবলীগ সভাপতি নান্টু মিয়াজী, তাকওয়া মডেল একাডেমীর প্রধান শিক্ষক এম.এ বাশার, জেলা তরুন লীগের সদস্য জাকির হোসেন গাজী, সদর উপজেলা তরুন লীগের সদস্য সচিব নাজমুল তালুকদার, ইউনিয়ন তরুন লীগের আহ্বায়ক ওয়াসিম মিজি, হাইমচর উপজেলা তরুন লীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন গাজী, শহর তরুন লীগ নেতা জাহাঙ্গীর আলম, নাছির, মোবারক হোসেন, মোর্শেদ, রুবেল, আমির হোসেন, আলোচনা সভা সমন্বয়ক জাহাঙ্গীর মিয়াজী। প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকল কর্মকান্ড পরিচালিত হচ্ছে। ৫ জানুয়ারির সকল ষড়যন্ত্র জনগণ রুখে দিয়ে গণতন্ত্র ও উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য পুনরায় আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচিত হয়েছে। এ সরকারকে ব্রিটেন আমেরিকা সহ ২৯টি দেশ অভিনন্দন জানিয়েছে। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবী নিয়ে বিএনপি-জামায়াত আবারো দেশকে অস্থিতিশীল করতে চাইবে। আবারো তারা মানুষকে হত্যা করবে, পুড়িয়ে মারবে, রেল লাইন উপড়ে ফেলে জনগণকে জিম্মি করতে চাইবে। সে সব ষড়যন্ত্রকে রুখে দাড়াতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সুজিত রায় নন্দী বলেন, এ দেশকে সাম্প্রদায়িক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। ২৭ ফেব্রুয়ারি চাঁদপুরের ৫টি স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগ থেকে যাদেরকে সমর্থন দেয়া হয়েছে। তারা শেখ হাসিনার মনোনীত প্রার্থী। তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারাকে বজায় রাখার অনুরোধ জানান। আলোচনা সভা হলেও তা সমাবেশে রুপ নেয়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।