প্রতিনিধি :
হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ মাদ্দাহখাঁর (র.) ওরশ মাহফিল থেকে ১৪ মাস বয়সী শুভ নামের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহরণ হওয়া শিশু শুভ হাজীগঞ্জ পৌর এলাকার কংগাইশ রিফুজি বাড়ির শরীফ মিয়ার ছেলে। ঘটনার পর শনিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আলীগঞ্জ মাদ্দাহখাঁর (র.) ওরশ মাহফিলে শিশুকে নিয়ে তার মা রাবেয়া বেগম মাজার জিয়ারত করতে যান। সে সময় শিশুকে মাজারের গেটে দশ বছর বয়সী চাচা ইমন হোসেনের কাছে রেখে মাজারে প্রবেশ করেন।
চাচা ইমন হোসেন বলেন, ‘শুভকে নিয়ে আমি মাজার গেটে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে বোরকা পরিহিত অজ্ঞাত এক মহিলা আমাকে এক শ টাকা নোটের ভাঙতি আনতে পাঠায়। ওই মহিলা শিশু শুভকে আমার কোল থেকে নিয়ে যায়। টাকা ভাঙতি এনে সেই স্থানে আর মহিলাকে দেখিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেছি।’
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ার কামাল হারুন বলেন, ‘ঘটনা শোনার পরই আমরা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
মাদ্দাখাঁ মসজিদের মোতওয়াল্লি কাজী খায়রুল আলম পারভেজ দ্য রিপোর্টকে জানান, শিশু অপহরণের ঘটনা মাইকে প্রচার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম দ্য রিপোর্টকে বলেন, ‘সারারাত খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাইনি। ইতোমধ্যে পুলিশের বিশেষ দল কাজ করছে।’