চাঁদপুর: নিমা বেগম। বয়স ২৫ হবে। শহরের পুরান বাজার মধুসূধন হাই স্কুলের পাশে থাকে। তার স্বামীর নাম আল আমিন রনি। অসামাজিক কাজের সাথে জড়িত। শুধু তাই নয়, এখন ছিনতাই করেন। তার সাথে আছে সহযোগী সংঘবদ্ধ চক্র। ওরা খুবই ভয়ংকর। সুযোগ বুঝে তাদের পেশার সর্বোত্তম ব্যবহার করেন। তবে এবার সফল হতে পারলেন না। আটকে গেলেন কমিউনিটি পুলিশিং এর হাতে।
ঘটনাটি বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের বাগাদী রোড বিআইডাব্লিউটিএর মোড়ে। পুরো ঘটনার বর্ণনা দিলেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিক আমি জেলা কমিউনিটি পুলিশিং কার্যায়ে কায়িক পরিশ্রম করে বিশ্রাম ছিলাম। হঠাৎ ফোন আসে, মহিলা ছিনতাই কারী আটক করা হয়েছে। কোস্ট গার্ডের নৌকার জাল টানা কর্মি রুবেল পেদা (২৫)। তার বাড়ী হাইমচর উপজেলার নয়ানী পেদা বাড়ী। সে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে পালবাজার মোড়ে যাওয়ার উদ্দ্যেশে বিআইডব্লিউ টিএর মোড় থেকে পালপাড়া দিয়ে আসার সময় পতিতা ও ছিনতাই কারী নিমা বেগম রুবেলকে অসামাজিক কাজ করার প্রস্তাব দিয়ে রিকশায় উঠানোর পর পরই তার কাছ থেকে জোর করে আড়াই হাজার টাকা ও তার টাচ্ মোবাইল নিয়ে নেয়। তখনই তার সহযোগি সেই প্রান্ত দাস কালু ও মনা পিছন থেকে এসে রুবেলকে নাকে ঘুষি মেরে কাছে থাকা বাকী ৫০০ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
কালু শহরের আদালত পাড়া চন্দন দাসের ছেলে এবং মনা শহরের জামলা এলাকার।
তিনি আরো বলেন, এরপর রুবেল ছিনতাইকারী নিমার রিকশার পিছনে পিছনে দৌঁড়ে এসে হাজী মহসীন রোডে এক পথচারী নয়নকে পায়ে ধরে তার টাকা ও মোবাইল ছিনতাইর ঘটনা বলে। সাথে সাথে তারা ছিনতাইকারীর রিকশা আটক করে আমাকে ফোন করে। আমি অঞ্চল-৩ এর টহল সদস্য মনির হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়ে রুবেল ও ছিনতাই কারীরে জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয় নিয়ে আসি।
এরপর কার্যালয়ে এনে ছিনতাই কারীর মূখোশ খূলে ছবি তুলে রুবেলের কাছ থেকে ছিনতাই করে নেয়া ৫শ’ টাকার ৫টি নোট আড়াই হাজার ও মোবাইল ফোন উদ্ধার করি।
এরপর চাঁদপুর মডেল থানায় ফোন করে রুবেল ও নিমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এদিকে কিছুক্ষণ পরে সংবাদ আসে প্রান্ত দাস ওরপে কালু বাসায় এসেছে। খবর পেয়ে সাথে সাথে কালুকে আটক করে কমিউনিটি পুলিশিং কার্যালয়ে এনে থানায় ফোন করা হয়। টহলরত পুলিশ সদস্যদের হাতে কালুকেও সোপর্দ করা হয়। রাতেই এই ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হয়।
স্টাফ করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/