আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক জননেতা মাওঃ এমএ মতিন বলেছেন, বাংলাদেশের সুন্নী মুসলমানরা যদি একক প্লাটফর্মে এসে যায় তাহলে কোনো জোট-মহাজোটেই কাজ হবে না, সুন্নীদের প্লাটফর্মই হবে সর্ববৃহৎ প্লাটফর্ম। আর দ্বিধা-বিভক্তির সময় নেই, সকল সুন্নী মুসলমানকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো জোট-মহাজোট নয়, সুন্নীদের নিজস্ব প্লাটফর্মেই থাকতে হবে। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে নারায়ে রিছালাত ইয়া রাসুলাল্লাহ (দঃ) ধ্বনিতে বিশ্বাসী তাদেরকেই আমরা সুন্নী মুসলমান মনে করি। এবার তিনি যে পীরেরই মুরিদ বা ভক্ত হোন না কেনো। তরিকতের আমল প্রত্যেকে নিজ নিজ পীরের ছবক অনুযায়ী করবেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যখনই সুন্নী মতাদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের ডাক আসবে, তখন সকলে ঐক্যবদ্ধ হয়ে এক প্লাটফর্মে আসবেন এটাই এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রঃ) সুন্নীয়তের আন্দোলন করতে গিয়েই বাতেলদের হাতে শহীদ হয়েছেন। ফারুকীর হত্যার বিচার কেউই করবে না। কারণ, সুন্নীদের বন্ধু জোট-মহাজোট কেউই নয়, সুন্নীদের বন্ধু সুন্নীরাই। এ বিচার সুন্নীদেরই করতে হবে। সে জন্য রাষ্ট্র ক্ষমতায় সুন্নীদের আসতে হবে। দীর্ঘ ৩৫ বছর পর যদি বঙ্গবন্ধু হত্যার বিচার হতে পারে তাহলে মাওঃ ফারুকী হত্যার বিচারও একদিন এ বাংলার মাটিতে হবে। সে জন্য তিনি সুন্নীদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এখন থেকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আসছে ঈদে মিলাদুন্নবীর মাস মাহে রবিউল আউয়াল জুড়ে সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির সমর্থক ফরম পূরণ করা। নারী, পুরুষ, শিশু, বয়স্ক, আবালবৃদ্ধবনিতা সকলকে এ সমর্থক ফরম পূরণের আহ্বান জানান তিনি।
তিনি গতকাল শনিবার আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটি চাঁদপুর-এর আয়োজনে ওলামা মাশায়েখ ও পেশাজীবী কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বেলা ২টায় এ কনভেনশন শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওঃ রেজাউল করিম তালুকদার, চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি আবদুর আল কাদেরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। পরিচালনায় ছিলেন ইসলামী ফ্রন্টের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ ও হাজীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব গাজী মোঃ আবদুর রাহীম। কনভেনশন শেষে ইসলামী ফ্রন্টের প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালী বের হয়।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।