ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরের ওয়ালেছ ও বাবুরহাট বাজারে ভ্রাম্যমান আদালত ৯টি দোকানে অভিযান চালিয়ে ৬৭০০টাকা জরিমানা ও একটি পানির ফ্যাক্টরীকে সীলগালা করে দেয়া হয়। গতকাল সোমবার বিকাল ৪টায় থেকে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান ও বি.এস.টি.আই এর ফিল্ড অফিসার রিয়াজ হোসেন। ভ্রাম্যমাণ আদালত প্রথমে ওয়ারলেছে ১টি পানির ফ্যাক্টরিতে বি.এস.টির কাগজপত্র না থাকায় ও মালিক পক্ষকে না পাওয়ায় তা সিলগালা করে দেয়। তারপর তারা বাবুরহাট বেশ কয়েকটি দোকানে অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান জানায়, দোকানগুলোর মালিকপক্ষরা কাগজপত্র দেখাতে না পারায় ও ট্রেড লাইন্সেন না থাকায় তাদেরকে ১৯৫৬ ৬ (ক) ধারায় জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার পর থেকে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন দোকান ও ফ্যাক্টরির কাগজপত্র যাচাই বাচাই করার জন্য মাঠে নেমেছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।