স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজার এলাকার মধ্য তরপুরচন্ডি মৃধা বাড়িতে ভূমী দখলকে কেন্দ্র করে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে।
অভিযোগকারী ভূমীর প্রকৃত মালিক ওই এলাকার মৃত জুলমত আলীর পুত্র আব্দুল মজিদ মৃধা একজন নিরিহ অসহায় লোক। তিনি তার অভিযোগে জানান, ওই এলাকার সিএস ৪৫৩ খতিয়া ও আর.এস. ৪০৬ খতিয়ানে পৈত্রিক সূত্রে ১৭২০ দাগে ও ১৭১৯ দাগে অন্দরে সাড়ে তিন শতাংশ জমির উপর পূর্ব থেকেই আমরা ভোগ দখল করে আসছি এবং এ স্থানে এখনো একটি দু’ চালা ঘর ও চারদিকে বাউন্ডারি দেওয়াল বৃদ্ধমান রয়েছে। হঠাৎ করে একই এলাকার মৃত আব্দুল ফকু মৃধার পুত্র রশিদ মৃধা গংরা এই জায়গার মালিক দাবী করে জোড় দখলের চেষ্ঠা চালিয়ে যায়। এমনকি সন্ত্রাস প্রকৃতির লোকজন নিয়ে আমদের উপর বেশ কয়েকবার হামলা চালায়। আমারা নিরুপায় হয়ে আদালতে স্বরানাপন্ন হয়ে একটি নিষেধাজ্ঞার মামলা দায়ের করি। যার নং- ২৮১/২০১৬।
তিনি আরো জানান, আদালত মামলাটি তদন্ত সাপেক্ষে সঠিক রিপোর্ট দাখিল করার জন্য চাঁদপুর মডেল থানাকে নির্দেশ দেন। মডেল থানার নির্দেশ অনুযায়ী এ.এস.আই. আওলাদ হোসেন আমাকে উক্ত জায়গায় দখল না দেখিয়ে রশিদ মৃধা গংদেরকে আদা পাকা ঘর নির্মান করিয়া বসবাস করিতেছে এবং আমাকে তারই পূর্ব পাশে বসবাস করিয়া আসিতেছি বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করেন। উক্ত রিপোর্টে আমি সন্তুষ্ঠ নই। কারণ রিপোর্টটি এক পেশী রিপোর্ট হয়েছে বলে আমি মনে করি। এই রিপোর্টটির জন্যই আদালত উক্ত মামলাটি খারিজ করে দেন। এর জন্য আব্দুল রশিদ গংরা বেশ কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজনদের সাথে নিয়ে দিনে রাতে ওই স্থানে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। আমরা ভয়ে তাদের কাছে যেতে পারছিনা। আমাদের পরিবারের লোকজন কয়েকবার কাজে বাঁধা দিতে গেলে তাদেরকে মারধর করে আহত করে।
এ বিষয়ে ঘর নির্মানকারী রশিদ মৃধার সাথে আলাপ কালে প্রথমেই তার ভাই চুন্নু মৃধা এই প্রতিবেদকের সাথে রিপোর্ট না করার জন্য হুমকী প্রদান করে ও খারাপ আচরণ করে। রশিদ মৃধা জানান, আমরা বহু বছর পূর্বে এই ভূমীর ক্রয় সূত্রে মালিক হয়ে এ নির্মান কাজ চালিয়ে যাচ্ছি।
এর জবাবের পরিপ্রেক্ষিতে মজিদ মৃধা জানায় তারা যে দাগে ভূমী ক্রয় করেছে সে ভূমী এ স্থানে নয়, অন্য স্থানে রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছি।
উপরোক্ত বিষয়টি সম্পর্কে অভিযোগকারী মজিদ মৃধা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে উক্ত ভূমী যেন পূর্বের মতো বসবাস করতে পারে তার ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কামনা করছেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।