ফাহিম শাহরিন কৌশিক খান ॥
চাঁদপুর শহরের ওয়ারল্যাছ বাজার এলাকায় সড়ক ভবনের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উঠানোকে কেন্দ্র করে দু’গ্র“ফের মাঝে সংর্ঘষে ৫জন আহত হয়েছে। স্থানীয়রা রক্তাক্ত যখম অবস্থায় আলমগীর গাজী, আব্দুল গাজী ও মুন্না গাজী সহ আরো দু’জনকে উদ্ধার করে র্চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। গতকাল বুধবার বিকেলে দখল নিয়ে দু’গ্র“ফের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, ওয়ারল্যাছ বাজারের মাথায় সড়ক বিভাগের জায়গায় দখল করে অবৈধ স্থাপনা তৈরী করাকে কেন্দ্র করে মুন্না গাজীর সাথে স্থানীয় সবুজ গাজীর বাগ বিতর্ক হয়। এরেই জের ধরে বিকেল সাড়ে ৩ টায় সবুজ গাজীর নেতৃত্বে তারেখ গাজী, আবু তাহের গাজী, মাসুদ গাজী, মামুন, আল-আমিন,তছলিম গাজী, গুলিশা ইকবাল গাজী সহ আরো কয়েকজন সাথে নিয়ে প্রতিপ আলমগীর গাজী, আব্দুল গাজী ও মুন্না গাজীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। তারা একে অপরের অবৈধ জায়গা দখল নিয়ে হামলা চালায়। এসময় উভয় গ্র“ফের ৫জন আহত হয়। সম্প্রতি কালে ওয়ারল্যাচ বাজারে সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী মেজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ সড়ক ও জপদ বিভাগের কর্মকর্তারা উচ্ছেদ করে। উচ্ছেদের ২ ঘন্টাপর ওয়ারল্যাচের ভূমি দসূরা পূনরায় অবৈধ স্থাপনা নির্মান করে। এই অবৈধ স্থাপনাকে কেন্দ্রকরেই কিছুদিন পর পর দু’গ্র“ফের মাঝে সংঘর্ষ বাধে। এলাকা বাসির দবী ওয়ারল্যাচ বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা একেবারে উচ্ছেদ করে দুষীদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহন করলেই সকল সমস্যার সমাধান হবে। তাই সংশ্লিষ্ট প্রশাসন উদ্বোগ নিয়ে ধ্র“ত উচ্ছেদ করলে জনমনে সস্তি ফিরে আসবে।