চাঁদপুর মডেল থানা পুলিশ শাহ্তলী হামানকর্দ্দী এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেণ্টভূক্ত ২ আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল ৯ মার্চ রোববার ভোরে মডেল থানার উপ-পরিদর্শক কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে হামানকর্দ্দী এলাকা থেকে আবুল কালামের স্ত্রী সুফিয়া বেগম (৪৫) ও মেয়ে ফেরদৌসী (২০)-কে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিগত বছর খানেক পূর্বে মারামারি ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে চাঁদপুর কোর্টে মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন আদালতে হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেণ্ট ইস্যু করা হয়। তাদেরকে আটক করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।