শাহরিয়ার খান কৌশিক ॥
নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শহরের মীর শপিং কমপ্লেক্সের ৩য় তলা রূপলাগী বিউটি পার্লারের স্বত্ত্বাধিকারী সোহেলী সুলতানা স্বপ্না (৩২)কে আটক করা হয়। মডেল থানার এসআই আবু সাঈদ ও এএসআই জাহানারা সঙ্গীয় ফোর্স নিয়ে রূপলাগী বিউটি পার্লার থেকে তাকে কৌশলে ডেকে নিয়ে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা রামপুরা থানায় সুমি আক্তার বাদী হয়ে ২০১৪ সালে নারী ও শিশু নির্যাতন আইনে ওই এলাকার কাটাসূর ইদ্রিস আলীর মেয়ে সোহেলী সুলতানা স্বপ্নাকে দুই নাম্বার আসামি করে বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং- ৩৯৫ (১৪)। বাদী সুমি আক্তারের স্বামীর সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তুলে সোহেলী সুলতানা স্বপ্না সর্বস্ব লুটে নিয়ে চাঁদপুর পালিয়ে আসে। পরে চাঁদপুরে মীর শপিংয়ের তৃতীয় তলায় কোটি টাকার বিনিময়ে স্বপ্নপুড়ি তৈরি করে। সে রূপলাগী বিউটি পার্লার দিয়ে ব্যবসা শুরু করে। রামপুরা থানার ওয়ারেন্টভুক্ত আসামী স্বপ্নাকে পুলিশ না পেয়ে চাঁদপুরে রয়েছে খবর শুনে চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করে। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে। সোহেলী সুলতানা স্বপ্নাকে পুলিশ থানায় নিয়ে আসার পর তাকে ছাড়িয়ে নেয়ার জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ও শুভাকাক্সক্ষীরা চেষ্টা তদবির চালাতে দেখা যায়। পুলিশ হেফাজত থেকে স্বপ্না চলে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। স্বপ্না আটকের পর পুরো শহরে এ নিয়ে বেশ আলোচিত হয়। সকলের একই প্রশ্ন কে এই স্বপ্না?
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, স্বপ্নার সাথে চাঁদপুর শহর ছাড়াও বিভিন্ন ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। চাঁদপুরের সচেতন মানুষ মনে করছেন মানুষকে প্রতারণা করার জন্যই স্বপ্না কোটি টাকার বিনিময়ে বিউটি পার্লার গড়ে তুলেছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।