প্রতিনিধি-
চাঁদপুর শহরের ওয়্যারলেছ বাজারে গভির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ভশ্মিভূত হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাত আড়াইটায় সিএনজি’র গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীর জানায়, ঘটনার দিন রাত ২টায় ওয়্যারলেছ বাজার সিটি কলেজের বিপরীত দিকের মার্কেটের রহিম খান তার সিএনজি’র ওয়ার্কসপে গাড়ির মেরামতের কাজ শেষে দোকান তালা মেড়ে বাড়ি যায়। রহিম তার দোকানে কয়েল জ্বালিয়ে আসার কারণে তা জুট কাপড়ে লেগে গিয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় পাশে থাকা দি ন্যাশনাল ইলেকট্রনিক্স ও ইজাত গিফ্ট কন্যার দোকান এবং পিছনে কাঁচা বাজারের মনির গাজীর চায়ের দোকান, নজরুলের জুতা ও কাপড়ের দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। আগুন লাগার পর পরই বাজারের দারোয়ান মিজানুর রহমান দরজি দেখতে পেয়ে আগুন আগুন করে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনার পরে এসে আগুন নিভাতে সক্ষম হয়। ওয়্যারলেছের ব্যবসায়ী ইবু গাজী জানায়, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসকে ফোন করে অবহিত করার পর তারা দ্রুত ঘটনাস্থল এসে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু চাঁদপুর বিদ্যুৎ অফিসের ০৮৪১৬৩০৮১ ও ০৮৪১৬৩০২৪ নাম্বারে বেশ কয়েক বার ফোন করে লাইন বন্ধ করে অনুরোধ করলে ও তারা তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করেনি। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন না করার কারণে দ্রুত আগুন নিভাতে সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভানোর পর লোকজন এসে অবশেষে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে। গতকাল সকাল ১১টায় ওয়্যারলেছের আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্থদের দোকান দেখার জন্য আসেন চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমাণ গণি পাটওয়ারী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম দেওয়ান।