ফাহিম শাহরিন কৌশিক খান
হাজীগঞ্জে চাঁদাবাজি মামলার পলাতক আসামী সহোদর ইমাম হোসেন (৩৫) ও কবির হোসেন (৩০)-কে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল ২৭ অক্টোবর সোমবার দুপুর ১১টায় ডিবি উপ-পরিদর্শক মামুনুর রশিদ চাঁদপুর শহর ওয়্যারলেছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়। জানা যায়, বলাখালের ব্যবসায়ী নজরুল ইসলামের কাছ থেকে তারা মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তাকে গত রোববার ২৬ অক্টোবর দুপুরে বলাখাল একতা বাজারের সামনে এসে ব্যাপক মারধর করে। পরে নজরুল ইসলামকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২৬। গতকাল নজরুল ইসলাম ডাঃ দেখাতে চাঁদপুরে আসার পথে আটককৃতরা ওয়্যারলেছ বাজারে এসে তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাদের আটক করে ডিবি পুলিশকে জানায়। খবর পেয়ে ডিবি পুলিশ সহোদরকে গ্রেফতার করে নিয়ে আসে।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।