চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের ওয়ারলেসবাজার এলাকায় জোরপূর্বক জায়গা দখল করে মার্কেট নির্মাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার চিহ্নিত ভূমিদস্যু ইবু গাজী। চাঁদপুর সদরের পশ্চিম বিষ্ণুদী মৃত তমিজ উদ্দিন মোল্লার ছেলে মোঃ আঃ রব মোল্লা চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১৪৫ ধারায় বিধান মতে নির্মাণ কাজের প্রতিকারের প্রার্থনা জানিয়েছেন।
প্রতিকারের প্রার্থনায় রব মোল্লা উল্লেখ করেন চাঁদপুর জেলা ২৬নং তরপুরচণ্ডী মৌজার সিএস ৪৩০নং খতিয়ানভুক্ত ৮.৭১ একর ভূমিতে সাধুচরণ পোদ্দার ও মনর গাজী মালিক দখলীকার হয়। সিএস ৪৩০নং খতিয়ান পরবর্তীতে ৩৮৯নং এসএ খতিয়ানে রূপান্তরিত হয় এবং উক্ত খতিয়ানে তমিজউদ্দিন মালিক দখলীকার হয়। এসএ ৩৮৯নং খতিয়ানের ভূমি নিয়ে সহকারী জজ আদালতে দেঃ ১০০/১৯৯৭ খ্রিঃ বন্টন মোকদ্দমা হয়। উক্ত বন্টন মোকদ্দমায় আদালত ১২/১১/০৬ তারিখে রায় ও বিগত ১৯/১১/০৬ তারিখে ডিক্রি প্রদান করেন। উক্ত মোকদ্দমার ৮নং বিবাদী মোকদ্দমায় প্রার্থীকে সহ ৮/১০-১৬নং বিবাদীগণকে ৯২ শতাংশ ভূমিতে ছাহামের ডিক্রি প্রদান করা হয়। প্রার্থী নালিশী ১৯৮২, ১৯৮৩ ও ১৯৫৬ দাগে মোঃ ৬২ শতাংশ কমপেক্টভুক্ত আপোষ চিহ্নিত বন্টনমতে ভোগ দখলীকার আছে। নালিশী ভূমিতে প্রতিপক্ষ ইবু গাজীর কোনরূপ স্বত্ব, দখল ও মালিকতা কিছুই নেই। সে বেআইনীভাবে তফসিল বর্ণিত ভূমি হতে চলতি বছরের ১৭ মে সকালে ভূমি ছেড়ে দেয়ার জন্য হুমকি ধমকি প্রদর্শন করে এবং ভূমির মধ্যে মার্কেট নির্মাণ করার চেষ্টা করছে। জায়গার মালিক রব মোল্লা চাঁদপুর সদরের ২৬নং তরপুরচণ্ডী মৌজার সিএস ৪৩০ এসএ ৩৮৯নং খতিয়ানভুক্ত ১৯৮২, ১৯৮৩, ১৯৫৬ দাগে কমপেক্টভুক্ত ৬২ শতাংশের মূল মালিক।