কচুয়া: চাঁদপুরের কচুয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাচার শাখার উদ্যোগে বুধবার প্রবাসী গ্রাহক সুবিধাভোগী (বেনিফিসিয়ারী) সমাবেশ ২০১৩ অনুষ্ঠিত হয়। শাখা প্রধান মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল্লাহ ভূইয়া, বিশেষ অতিথি কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান কামরুন্নাহার ভূঞা, ১ নং সাচার ইউপি চেয়াম্যান মোঃ ওসমান গনি মোল্লা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রবাসী গ্রাহক ও বেনিফিসিয়ারীদের টাকা তাদের হাতে দ্রুত পৌছে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন দেশে আহরিত মোট রেমিটেন্স এর শতকরা প্রায় ২৬ ভাগের বেশী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একক ভাবে সংগ্রহ করে আসছে। এ সময় প্রবাসী গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আলী আরশাদ ,শাহিদা বেগম।