স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুরের কচুয়া উপজেলায় সম্পত্তিগত বিরোধ নিয়ে যুবকের ছুরিকাঘাতে সাহেব আলী (৬৫) নামে ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক বৃদ্ধ খুন হয়েছেন। রবিবার (২ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার ৩নং বিতাড়া ইউনিয়নের সুয়াচান গ্রামের ফোরকানিয়া মাদরাসায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে শাহজাহান কারীর ছেলে রনি (২০) নামের যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা চৌধুরী জানান, রনি নিহত সাহেব আলীর সম্পর্কে ভাতিজা। তাদের মধ্যে সম্পত্তিগত বিরোধ ছিলো পূর্ব থেকে। সকালে তার চাচা মাদ্রাসায় পড়াচ্ছেন। এ সময় সে মাদরাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ইকবাল জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।